অ্যাপশহর

Manike Mage Hithe Tutorial: মানিকে মাগে হিঠের পাঠশালার খোঁজ দিলেন রুদ্রনীল, প্রথম ছাত্র হিরো আলম!

ইউটিউবে সেনসেশনে ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কার ইউটিউবার-সিংগার Yohani-র Manike Mage Hithe গানটি ঘিরে। সেই জোয়ারে গা ভাসিয়েছেন আরও এক ইউটিউবার হিরো আলম। এবার তাঁকে নিয়ে মুখ খুললেন অভিনেতা Rudranil Ghosh।

EiSamay.Com 10 Sep 2021, 1:18 pm
Manike Mage Hithe: মানিকে মাগে হিঠে গান শেখানো শুরু করেছেন Yohani। আর এই খবর এসে পৌঁছেছে অভিনেতা Rudranil Ghosh-এর কাছে। হ য ব র ল লাগছে? বেশ তাহলে আরও খানিকটা সহজ করেই বলা যাক। রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রামে নজর রাখলে প্রথমেই যে পোস্টটি চোখে পড়বে, আপাতত তা নিয়েই সরগরম নেট দুনিয়া। ১.৪৯ মিনিটের সেই ভিডিয়োটিকে মিম বলা যেতেই পারে। আরও একবার ইউটিউবার হিরো আলমকে নিয়ে ঠাট্টায় মেতেছেন রুদ্রনীলও। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মানিকে মাগে হিতে" সংগীত প্রশিক্ষণ কেন্দ্র’। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ইয়োহানি এক লাইন গাইছেন, তো পরের স্ক্রিনেই হিরো আলম পরের লাইন গাইছেন খুব মন দিয়ে। কিন্তু পিকচার এখানেই শেষ হয় না বন্ধুরা! কী আছে গোটা ভিডিয়োতে? তা জানতে আপনারা চোখ রাখতেই পারেন Rudranil Ghosh-এর ইনস্টাগ্রামে।
EiSamay.Com actor rudranil ghosh shares meme of hero alom singing manike mage hithe
মানিকে মাগে হিঠের পাঠশালা


View this post on Instagram A post shared by Rudranil Ghosh (@rudranilrudy)


হিরো আলমের গান নিয়ে একাধিক সময় সমালোচনার ঝড় উঠেছে। এমনকী, তাঁর গান শুনলে 'হার্ট'-এর উপর প্রভাব পড়ে, রসিকতা করে লিখেছেন এক নেটিজেন। কিন্তু, সমালোচনা সত্ত্বেও গান রেকর্ড করা থামাচ্ছেন না হিরো আলম। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সমালোচনা করলেও এই ভিডিয়োগুলির প্রত্যেকটিই বাণিজ্যিকভাবে হিট।

Manike Mage Hithe-র হিট ইয়োহানি


কেন 'এভাবে গান করেন'? এই প্রশ্নের সাফাই দিলেন হিরো আলম নিজেই। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 'হিরো আলম যেভাবে গান গান, এরকম গান আমরা নিজেরাও গেয়ে থাকি। আমি গান গাইলেও এই রকমই শোনায়। কিন্তু, আমি রেকর্ড করি না। হিরো আলম রেকর্ড করে। বাজারে ছাড়ে। আমরা তাঁকে নিয়ে হাসি-তামাশা করি। কারণ আমরা হিরো আলম থেকে নিজেদের সুপিরিয়র ভাবি। হিরো আলম গান গেয়ে আনন্দ পান। তাঁর নিজস্ব জীবনবোধ আছে। তিনি আপনাদের মত চিন্তা করেন না। জীবনকে উদযাপন করার তাঁর আলাদা প্রক্রিয়া আছে। এটা একান্ত ব্যক্তিগত। হিরো আলম কোন ক্রাইম করছে না। ফ্রিতে ইউটিউব আর ফেইসবুক পেয়ে স্বাধীনতা উপভোগ করছেন। এতে সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হলে বোঝা যায় আপনার সংস্কৃতি স্বাধীন ও শক্তিশালী না। আপনার সংস্কৃতি সবকিছু নিতে জানে না। কোথাও না কোথাও আটকে যায় মাঝেমধ্যে।' এখানেই থেমে যাননি হিরো আলমের বক্তৃতা। তিনি আরও লিখে চলেন-- ' চাইলে আপনিও গান গাইতে পারেন। রেকর্ড করে বাজারে ছাড়তে পারেন। আমি মনে করি পৃথিবীর প্রতিটা মানুষের গান গাওয়ার স্বাধীনতা আছে। সেটা সুন্দর হোক, বা অসুন্দর হোক।'

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল