অ্যাপশহর

তিনটি ধর্ষণের মামলায় ৪৫ বছরের জেল হতে পারে অভিনেতা ড্যানি মাস্টারসনের!

২০০০ সালের আগে লস অ্যাঞ্জেলসে তিন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ৪৪ বছরের অভিনেতা মাস্টারসনের বিরুদ্ধে ভয় দেখানো, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন এবং ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

EiSamay.Com 18 Jun 2020, 6:18 pm

হাইলাইটস

  • বুধবার লস অ্যাঞ্জেলস কাউন্টির অ্যাটর্নি অফিস সূত্রে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।
  • ড্যানির বিরুদ্ধে অভিযোগ, ২০০৩ সালে ২৩ বছরের এক যুবতীকে নিজের হলিউড হিলসের বাড়িতে ডেকে ধর্ষণ করেছিলেন তিনি।
  • মাস্টারসনের আইনজীবীর তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে টম ম্যাসেরিউ জানিয়েছেন, তাঁর মক্কেল একেবারেই নির্দোষ।
EiSamay.Com ড্যানি মাস্টারসন
ড্যানি মাস্টারসনে
এই সময় বিনোদন ডেস্ক: তিন মহিলাকে ধর্ষণে অভিযুক্ত অভিনেতা ড্যানি মাস্টারসন। 'দ্যাট সেভেন্টিজ শো' এবং 'দ্য রাঞ্চ'-এ অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ড্যানি। ২০০০ সালের আগে লস অ্যাঞ্জেলসে তিন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার লস অ্যাঞ্জেলস কাউন্টির অ্যাটর্নি অফিস সূত্রে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।
ড্যানির বিরুদ্ধে অভিযোগ, ২০০৩ সালে ২৩ বছরের এক যুবতীকে নিজের হলিউড হিলসের বাড়িতে ডেকে ধর্ষণ করেছিলেন তিনি। সেটি ঘটেছিল অক্টোবর ও ডিসেম্বর মাসে। এর পর ওই বছরই আরেক ২৮ বছরের যুবতীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তারও আগে ২০০১ সালে অন্য এক ২৩ বছরের যুবতীকে ধর্ষণ করেছিলেন ড্যানি। কাউন্টির অ্যাটর্নি অফিস সূত্রে দাবি করা হয়েছে, প্রতিটি ধর্ষণের ঘটনাই অভিনেতার বাড়িতে ঘটেছে।

৪৪ বছরের অভিনেতা মাস্টারসনের বিরুদ্ধে ভয় দেখানো, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন এবং ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর সর্বোচ্চ ৪৫ বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৯৮ থেকে ২০০৬ সালের মধ্যে 'দ্যাট সেভেন্টিজ শো'-তে অভিনয় করেছিলেন তিনি। ২০১৭ সালে নেটফ্লিক্সে তাঁকে 'দ্য রাঞ্চ'-এ অভিনয় করতে দেখা গিয়েছে।

মাস্টারসনের আইনজীবীর তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে টম ম্যাসেরিউ জানিয়েছেন, তাঁর মক্কেল একেবারেই নির্দোষ। ২০ বছর আগেকার ঘটনা সামনে নিয়ে এসে তাঁকে জোর করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি গভীর ভাবে শক পেয়েছেন এমন ঘটনায়। তিনি বলেছেন, 'প্রত্যেকেই মাস্টার মাস্টারসনের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল।' অন্যদিকে, অ্যাটর্নির অফিস সূত্রে জানা গিয়েছে, দুটি ধর্ষণের মামলা আলাদা করে মাস্টারসনের বিরুদ্ধে করা হচ্ছে না। কারণ সেগুলির উপযুক্ত তথ্যপ্রমাণ এখনও হাতে পাওয়া যায়নি। একটি মামলার শুনানিই হবে।

বুধবার মাস্টারসনকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।

পরের খবর