অ্যাপশহর

করোনা মোকাবিলায় এবার দেশের পাশে আমির খান!

দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর জন্যে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৪৩।

EiSamay.Com 8 Apr 2020, 10:52 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান, সলমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো সেলেবদের পর এবার করোনা ত্রাণে সাহায্যের হাত বাড়ালেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। যদিও এই অর্থ সাহায্যের কথা অভিনেতা নিজে জানাননি, তবে সূত্রের খবর ইতোমধ্যে বেশ কিছু সংস্থাকে অর্থ সাহায্য করেছেন আমির। একই সঙ্গে টাকা দিয়েছেন PM Cares ফান্ডে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এবং ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনে। এখানেই শেষ নয়, তাঁর আগামী ছবি Lal Singh Chaddha-র সেটে কর্মরত অস্থায়ী কর্মীদেরও অর্থ সাহায্য করেছেন আমির খান।
EiSamay.Com According to sources Aamir Khan has donated to PM-Cares, Maharashtra CM’s relief fund
আমির খান


একদিকে যেখানে অক্ষয় কুমার ২৫ কোটি টাকা দান করেছেন, সেখানে সলমান খান ইন্ডাস্ট্রির ২৫ হাজার অস্থায়ী কর্মীর দায়িত্ব নিয়েছেন। শাহরুখ খান এবং গৌরি খান একই সঙ্গে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দানের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন। নিজেদের চার তলা অফিস খুলে দিয়েছে কোয়ারানটিন কেন্দ্র গড়ে তোলার জন্যে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল