অ্যাপশহর

আবির-অরিন্দম আর ওপারের নায়িকারা

ধনঞ্জয়ের ফাঁসিকে ভিত্তি করে ছবির কাজ যখন শুরু হব-হব, তার আগেই এ বছরের তৃতীয় ছবির কথা ঘোষণা করলেন অরিন্দম শীল৷

EiSamay.Com 17 Mar 2017, 11:35 am
ধনঞ্জয়ের ফাঁসিকে ভিত্তি করে ছবির কাজ যখন শুরু হব-হব, তার আগেই এ বছরের তৃতীয় ছবির কথা ঘোষণা করলেন অরিন্দম শীল৷ নায়িকা বাংলাদেশের চার সেরা অভিনেত্রী৷ লিখছেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com abir roped in for arindam sils next jv with bangladesh
আবির-অরিন্দম আর ওপারের নায়িকারা


পরিচালকের জন্মদিন ছিল গত রবিবার৷ ফোন করে জিজ্ঞেস করা গেল, ‘জন্মদিনের ফাঁকে নতুন ছবি নিয়ে আলোচনার জন্য আপনার কি সময় রয়েছে?’ পরিচালকের উত্তর, ‘নতুন কাজ নিয়ে কথা বলব, এর চেয়ে ভালো আর কী হতে পারে, আজকের দিনের জন্য৷ ’অরিন্দম শীল৷ যে পরিচালকের শেষ চারটে ছবি হিট-শবর সিরিজ আর ব্যোমকেশ সিরিজের দু’টো করে ছবি৷ নতুন ছবি ‘দুর্গা সহায়’ মুক্তি পাবে এপ্রিলের শেষে৷ আবার এপ্রিলের গোড়ায় শ্যুটিং শুরু করবেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির ঘটনাকে কেন্দ্র করে নতুন ছবির৷ কিন্তু তারই মাঝে পরবর্তী ছবি পুরোপুরি পাকা করে ফেললেন তিনি৷

ছবির নাম ‘অনু্প্রবেশ’৷ কারণ যে উপন্যাসের ভিত্তিতে ছবিটি হবে, তার নামও তাই৷ পরিচালক বলছেন, ‘ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে হাত দিচ্ছি এই প্রথম৷ সে কারণেই সমরেশদার (সমরেশ মজুমদার) কাছে গিয়ে একটা গল্প চাই৷ তাতে উনি-ই বলেন ‘অনুপ্রবেশ’ পড়ে দেখতে পার৷ গল্পটা পড়ে মনে হল ভীষণ সিনেম্যাটিক৷ আত্মবিশ্বাস পেয়ে গেলাম, এই গল্প নিয়ে কাজ করলে, দুই বাংলার দর্শকেরই ভালো লাগবে। গল্পটা কীরকম? বাংলােদেশর প্রযোজক কে হবে তা অবশ্য এখনও ঠিক হয়নি। অরিন্দম বলছেন ‘গল্পটা একজন কমবয়সী ছেলের৷ নাম রবীন্দ্রনাথ৷ তার স্ট্রাগলের গল্প৷ চাকরির খোঁজ করে সে৷ এরপর একটা খুনের সঙ্গে জড়িয়ে পড়ে৷ দেশ থেকে পালিয়ে যেতে হয়৷ তার জীবনকে ঘিরে একাধিক চরিত্র আসতে থাকে ছবিতে৷ এই ছবিকে একটা রোড মুভি বলতে পারি৷ ’এই ছবির যে কাস্টিং মাথায় গেঁথে নিয়েছেন পরিচালক, তা তাকলাগানো৷

পরিচালক জানাচ্ছেন, ‘প্রথমেই মূল চরিত্রের জন্য আবীরের (চট্টোপাধ্যায়) কথা মাথায় আসে৷ আবীরও ছবিটা করতে উত্সাহী৷ ছবিতে অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে রুদ্রনীল (ঘোষ) আর কাঞ্চন (মল্লিক)৷ পরাণ বন্দ্যোপাধ্যায়-ও থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে৷ ছবিতে আবীরের বোনের চরিত্রে অভিনয় করবে ঋতাভরী (চক্রবর্তী)৷’ অন্যদিকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হওয়ার জন্য, বাংলাদেশ থেকে একাধিক মুখ থাকছেন ছবিতে৷ সেই তালিকা চমকপ্রদ৷ পরি মণি, নুসরত ইমরোজ তিশা (যাঁকে দেখা যাবে ইরফান খানের সঙ্গে ‘ডুব’ ছবিতে), কুসুম শিকদার (যাঁকে দেখা গিয়েছে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবিতে) আর ওপি করিমের সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথা এগিয়েছে৷ জাকিয়া বারি মোমো-র নামও মাথায় আছে পরিচালকের৷ এর বাইরে বাংলাদেশ থেকে জয়ন্ত চট্টোপাধ্যায়কে কাস্ট করার ইচ্ছে রয়েছে পরিচালকের৷ গত দু’ বছরে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবির সংখ্যা বেড়েছে৷ আপনিও সেই জলে পা ডোবাচ্ছেন কেন? প্রশ্নের উত্তরে অরিন্দম বলছেন, ‘এই শহরে কম সংখ্যাক পরিচালক আছেন, যাঁরা নানারকম পরীক্ষানিরীক্ষার মাধ্যমে বাংলা ছবির দর্শকসংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন৷ আমি সবসময় সেই চেষ্টা করি৷ যৌথ প্রযোজনার ছবি দু’দেশের দর্শককে দেখাতে হলে, ছবির গল্প-চিত্রনাট্য টানটান হওয়া অত্যন্ত জরুরি৷ আর ছবিকে রিয়্যলিস্টিক করে তোলার জন্য, অভিনেতা-অভিনেত্রীদের তেমন ধরনের চরিত্র দেওয়া উচিত, যার সঙ্গে তাঁরা ঠিকভাবে মিলে যান৷ আমার ছবিতে যেমন মীরপুরের মানুষই মীরপুরের ভাষায় কথা বলবে, তেমনই কলকাতার মানুষ কলকাতার ভাষায় কথা বলবে! এরকমভাবে ছবি তৈরি করলে তবেই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ছবি সফল হবে৷’ ছবির পঞ্চাশ শতাংশের শ্যুটিং যেমন হবে এদেশে, তেমনই ছবির পঞ্চাশ শতাংশের শ্যুটিং হবে বাংলাদেশের নানা অঞ্চলে৷ ঢাকা শহর, মীরপুর, সাভার, ভাওয়াল- এইসব অঞ্চলে একপ্রস্থ রেইকি করতে গিয়েছিলেন পরিচালক, সে খবর হয়তো অনেকেই জানেন৷ চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন সৌমিক হালদার৷ আর ছবির সঙ্গীত হেঁশেল সামলাচ্ছেন বিক্রম ঘোষ৷ অরিন্দম বলছেন, ‘বাংলাদেশে গিয়ে পরখ করে এসেছি, কী অসাধারণ সব শিল্পী রয়েছেন ওখানে৷ তাঁদের দিয়ে এই ছবিতে গান গাওয়াব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি৷ ’সবকিছু ঠিক এগোলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসিকে কেন্দ্র করে তৈরি ছবি মুক্তি পাবে এ বছর স্বাধীনতা দিবসের মরশুমে৷ ঠিক তার পরেই ‘অনুপ্রবেশ ’ ছবির শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক, ভাবনা সেরকমই৷ যৌথ প্রযোজনার ছবির মুক্তি কবে ? তা সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল