অ্যাপশহর

দীপাবলি রিলিজে দারুণ সাড়া ফেলল ববি দেওল অভিনীত ‘আশ্রম ২’

আশ্রম সিরিজের প্রথম চ্যাপ্টারের উঠে এসেছিল নানান প্রশ্ন। সংরক্ষণ, রাজনীতি, পরিবারতন্ত্র, সামাজিক অচলাবস্থা- এমন গুরুত্বপূর্ণ ইস্যুকে ঘিরে অনলাইনে এনেছিলেন আশ্রম সিরিজের প্রথম এপিসোড। প্রথমে বিতর্ক তাড়া করলেও পরে তা দর্শকমনে দাগ কাটে। নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছিল।

EiSamay 13 Nov 2020, 10:15 am
প্রথম পর্ব দারুণ প্রশংসিত। রেকর্ড সময়ের মধ্যে চলে এল দ্বিতীয় পর্ব। 'আশ্রম ২'। যা দেখা যাচ্ছে এমএক্স প্লেয়ারে, সম্পূর্ণ বিনামূল্যে...
EiSamay.Com Ashram 2
আশ্রম ২ সিরিজের পোস্টার।


'এমএক্স অরিজিনাল সিরিজ' 'আশ্রম'-কে বলা হচ্ছে এই বছরের সব চেয়ে হিট ওটিটি এন্টারটেনমেন্ট সিরিজ। এই সিরিজের 'চ্যাপ্টার টু - দ্য ডার্ক সাইড'-এর দীপাবলি রিলিজ সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। এ বার এটি দেখা যাচ্ছে এমএক্স প্লেয়ারে, সম্পূর্ণ বিনামূল্যে। ববি দেওল অভিনীত এই সিরিজের প্রথম পর্ব দারুণ প্রশংসিত হয়েছিল। খলনায়ক কাশীপুরওয়ালে বাবা নিরালার চরিত্রে ববির অভিনয় দর্শকদের মন তো জিতে নিয়েইছে, সেই সঙ্গে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

দীপাবলি মানে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়। কিন্তু ভালোমানুষির ভেক ধরা বাবাজি যেন অপ্রতিরোধ্য। তার অসাধু উদ্দেশ্য, ক্ষমতার প্রতি ভালোবাসা, লালসা আর লোভ তার চরিত্রকে অত্যন্ত জটিল করে তোলে। তার চরিত্রের রহস্যময়তা কল্পনাতীত।

'আশ্রম' সেই অল্প সংখ্যক ফ্র্যাঞ্চাইজিগুলোর একটা, খুব কম সময়ের ব্যবধানে যার নতুন সিজন প্রকাশ পেল। দর্শকদের মন জয় করে নিতে সেই স্বঘোষিত গডম্যানের গল্প আবার শুরু হয়েছে।

নির্মাতারা বিদ্যুৎ গতিতে প্রযোজনার কাজ শেষ করেছেন যাতে এটি দীপাবলিতে রিলিজ করা যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক প্রকাশ ঝা জানালেন, 'এমন একঝাঁক তারকা অভিনেতা, অভিনেত্রী নিয়ে কাজ করা সত্যিই মনে রাখার মতো অভিজ্ঞতা। প্রত্যেকে নিজের অভিনয় দক্ষতার প্রতি সুবিচার করেছেন এবং অত্যন্ত জটিল চরিত্রগুলো নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। সেকেন্ড চ্যাপ্টার নিয়ে দর্শকদের তুমুল চাহিদা আমাদের এত তাড়াতাড়ি পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে উদ্বু্দ্ধ করেছে। তাই আমরা দীপাবলির সপ্তাহতেই এটিকে মুক্তির রিলিজ করার সিদ্ধান্ত নিই।'

রক্ষক না ভক্ষক! ফের দর্শকমনে সাড়া জাগাতে অনলাইনে মুক্তি পাচ্ছে 'আশ্রম: চ্যাপ্টার ২'

রোমাঞ্চকর এই সিরিজে ববি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অদিতি পোহাঙ্কর, চন্দন রায় সান্যাল, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অধ্যয়ন সুমন, ত্রিধা চৌধুরি, বিক্রম কোচর, তুষার পান্ডে, শচীন শ্রফ, অনুরিতা কে ঝা, রাজীব সিদ্ধার্থ, পরিণীতা শেঠ, তন্ময় রঞ্জন, প্রীতি সুদ, জাহাঙ্গির খান, কানুপ্রিয়া গুপ্তা এবং নবদীপ তোমর।

দেখুন ট্রেলারটি...



এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে-

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল