অ্যাপশহর

শরীরটা নিয়ে যা-তা করেছি

'দঙ্গল' ছবিতে মহাবীর সিংল ফোগটের ছরিত্রে অভিনয় করার জন্য৷

EiSamay.Com 30 Nov 2016, 1:19 pm

শতকরা ৩৮ ভাগ কে শতকরা ৯ ভাগে নামিয়ে আনতে হবে৷ কেবল ৫ মাসের মধ্যে৷ এটাই ছিল টার্গেট৷ না হলে ছবিটাই শে, করা যাবে না ঠিক সময়ে৷ এই ছিল টার্গেট৷ আমির খানের৷ 'দঙ্গল' ছবিতে মহাবীর সিংল ফোগটের ছরিত্রে অভিনয় করার জন্য৷ উপস্থিত যে অবতারে 'দঙ্গল' ছবির স্ট্যান্ডিতে দেখছেন তাঁকে, এই আমিরের শরীরে শতকরা ৩৮ ভাগ মেদ৷ কিন্ত্ত একেবারে স্লিম অবতারেও তার আরেকটা রূপ আছে এ ছবিতে৷ তার দেখা পেতে যদিও অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই উপস্থিত৷

EiSamay.Com aamir khan on his body workout for dangal movie
শরীরটা নিয়ে যা-তা করেছি


ইতিমধ্যে ব্যাপারটা কী ভাবে ঘটিয়েছিলেন আমির, তার একটা ইঙ্গিত তিনি স্বমুখেই দিয়েছেন৷

'বডি বিল্ডিং'-এর অকটা অংশ তো ছিলই, কিন্ত্ত শরীরের যে আকরগত পার্তক্য আমায় করতে হয়েছিল 'দঙ্গল'-এর জন্য, তাকে নাটকীয় ছাড়া আর কিছু বলা যায় না৷ অন্তত আমি বলতে রাজি নই৷ একদিকে ৯৬ কেজি ওজন, তার মধ্যে ৯৮ শতাংশ বডি ফ্যাট, তারপর পাঁচ মাসের মধ্যে সেটাকে ৯ শতাংশে কমিয়ে আনা৷ ব্যাপারটা যে কতটা শক্ত, সেটা যে করে সে ছাড়া আর কেউই প্রায় বুঝতে পারে না,' বলেছেন তিনি৷

তবে তিনি এসব বলার পরও একটি সাবধানবাণী আওড়েছেন৷ বলেছেন, 'যদিও আমায় এটা শু্যটিং-এর জন্য করতে হয়েছিল, কিন্ত্ত এটা স্বীকার করতেই হবে, এত তাড়াতাড়ি এতটা ওজন কমানো অন্য কারও শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর৷ আমি যা করেছি, তার জন্য সমানে ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হয়েছে৷ ইন ফ্যাক্ট, তিনি আমায় সাবধানও করেছেন ভবিষ্যতে যেন এমন ধরনের চরিত্রে আর না অভিনয় করি৷ পুরো ব্যপারটা শরীরকে ভীষণরকম অ্যাফেক্ট করে৷'

কিন্ত্ত এত কষ্ট করার দরকারটা কী ছিল? 'বডিসু্যট' পরলেই তো হত?

তাতে আমিরের উত্তর, 'আসলে যখন ওকজন মানুষের ওজন বাড়ে, তখন তার শরীরী ভাষা, তার কথাবার্তার ধরন, এমনকি নিঃশ্বাস নেওয়ার ধরনটাও পাল্টে যায়৷ বডিসু্যট পরলে ওটা আসত না৷'

আর ওজন বাড়ানোর জন্য খাবারদাবার? 'যা যা খাওয়া বারণ আমার, তার সবকটাই খেতাম৷ সিঙাড়া, বড়া পাও, চকোলেট, কেক, ব্রাউনি, সবকিছু,' আমিরের উত্তর৷ আর কমানোর সময়? '২৫ গ্রাম উপমা আর পেঁপে৷ জিমের পর প্রোটিন শেক৷'

ইতিমধ্যে, আমির এটাও জানান যে 'দঙ্গল'কে প্রথম থেকেই যাতে সারা দেশে করমুক্ত করা যায়, তার চেষ্টা চালাচ্ছেন প্রযোজকরা৷ 'কর মুক্ত করার জন্য আমরা প্রত্যেক রাজ্যে সরকারের কাছেই আবেদন জানাব৷ তবে বিষয়টা হল আমরা চাইলেই তো পাব না৷ তাই আগে থেকেই কথাবার্তা শুরু করা হচ্ছে৷ এবার দেখা যাক তাঁদের কী বক্তব্য,' বলেছেন আমির৷

'দঙ্গল' মুক্তি পেতে অবশ্য দেরি আছে৷ ডিসেম্বরের শেষ৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল