অ্যাপশহর

আবার অস্কারের দৌড়ে 'মায়েস্ত্রো' রহমান

৮৯তম অস্কারে বাজিমাত করতে পারলে, ডাবল অস্কারের মালিক হয়ে যাবেন রহমান।

EiSamay.Com 14 Dec 2016, 5:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০০৯-এ ইতিহাস রচিত হয়েছিল। 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর সঙ্গীত পরিচালনা করে অস্কারের মঞ্চে উঠেছিলেন 'ভারতের মোত্‍‌জার্ট'। ফের অস্কারের দৌড়ে এ আর রহমান। 'পেলে: বার্থ অফ আ লেজেন্ড' ছবিতে অরিজিনাল স্কোর বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছেন রহমান। একইসঙ্গে তাঁর সুর দেওয়া আরেকটি ছবি 'Ginga'-ও রয়েছে অস্কারের দৌড়ে।
EiSamay.Com a r rahman again in oscar race
আবার অস্কারের দৌড়ে 'মায়েস্ত্রো' রহমান


৮৯তম অস্কারে বাজিমাত করতে পারলে, ডাবল অস্কারের মালিক হয়ে যাবেন রহমান। বুধবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে, এবারের অস্কারে 'বেস্ট সং' ও 'বেস্ট অরিজিনাল স্কোর' বিভাগের মনোনয়নে নির্বাচিত গান ও অরিজিনাল স্কোর-এর তালিকা প্রকাশ করে। তাতে স্থান পেয়েছেন এ আর রহমানের নাম।

'বেস্ট অরিজিনাল স্কোর' বিভাগে এ বছর ১৪৫টি ছবির আবহসংগীত মনোনয়ন পেয়েছে। তালিকায় রয়েছে গত বছর চূড়ান্ত মনোনয়নে থাকা পরিচালক জন উইলিয়ামস ও থমাস নিউম্যানের নামও। তা ছাড়া এ বছর মুক্তি পাওয়া বেশ কিছু আলোচিত ছবির নামও এ তালিকায় স্থান করে নিয়েছে। এর মধ্যে রয়েছে 'অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস', 'দ্য অ্যাংরি বার্ডস মুভি', 'দ্য বিএফজি', 'বেন-হার', 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার', 'ডেডপুল', 'দ্য ড্রেসমেকার', 'ডক্টর স্ট্রেঞ্জ', 'ফাইন্ডিং ডোরি', 'লা লা ল্যান্ড', 'জুলিয়েতা, 'মোয়ানা', 'মানি মনস্টার', 'এক্স-মেন অ্যাপোকালাপ্সি'সহ আরও বেশ কিছু আলোচিত ছবি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল