অ্যাপশহর

‘দলে একমাত্র একজনই আমাকে শাসন করতে পারেন!’ কোন মহিলার কথা বললেন মোদী?

লোকসভার বিদায়ী স্পিকার সুমিত্রা মহাজনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নমো জানালেন সুমিত্রা মহাজনের মতো কর্মনিষ্ঠ মানুষ খুব কম দেখা যায়।

EiSamay.Com 13 May 2019, 11:08 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার ইন্দোরে একটি জনসভায় ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ‘আপনারা সবাই আমাকে প্রধানমন্ত্রী হিসেবেই চেনেন। খুব কম মানুষই জানেন বিজেপির অন্দরে আমাকে বকার মানুষও আছেন। হ্যাঁ, একমাত্র তাই আমাকে শাসন করতে পারেন। ’ সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন সুমিত্রা মহাজনও।
EiSamay.Com narendra modi revealed that only sumitra mahajan who is fondly called tai can admonish him in the party
অকপট নমো


এখানেই শেষ নয়। নরেন্দ্র মোদী এদিন বলেন, তিনি এবং তাঁর তাই বিজেপিতে একসঙ্গে কাজ করেছেন।কাজের প্রতি তাঁর নিষ্ঠা অস্বীকার করার নয়। নমো প্রতিশ্রুতি দেন, সুমিত্রা মহাজন ইন্দোরের উন্নতির যে স্বপ্ন দেখেছিলেন তার কোনওটাই অসম্পূর্ণ থাকবে না।

টানা ৮ বার সাংসদ হয়েছেন সুমিত্রা মহাজন। তবে এপ্রিলে ৭৬ বছরে পা দেওয়ার পরই নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। জানান, নির্বাচনে না দাঁড়ালেও, কাজ করবেন দলের জন্যে, থাকবেন নির্বাচনী প্রচারেও। সুমিত্রা মহাজনের পরিবর্তে এবার ইন্দোর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন শংকর লালওয়ানি। ১৯ মে শেষ দফার নির্বাচনে ভোট গ্রহণ পর্ব ইন্দোরে।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল