অ্যাপশহর

তৃতীয় দফায় কাশ্মীরে ভোটের বলি পুলিশ, জনতার ছোড়া পাথরে গাড়ি উলটে মৃত্যু

তিনি ওই গাড়ির চালক। জখম হয়েছেন ওই গাড়িতে থাকা আরও তিন পুলিশ আধিকারিক। হতাহতরা সবাই ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) বাহিনীর।

EiSamay.Com 24 Apr 2019, 2:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে তৃতীয় দফার ভোট শেষে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতার ছোড়া পাথরে গাড়ি উলটে গেলে, এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। তিনি ওই গাড়ির চালক। জখম হয়েছেন ওই গাড়িতে থাকা আরও তিন পুলিশ আধিকারিক। হতাহতরা সবাই ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) বাহিনীর।
EiSamay.Com Kashmir


সূত্রের খবর, শ্রীনগর থেকে ৯০ কিলোমিটার দূরে, দক্ষিণ কাশ্মীরের কোকারনাগে ভোটের ডিউটি পড়েছিল আইটিবিপির ওই দলটির। সেখান থেকে ফেরার সময়, জনতার ছোড়া পাথরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায়।

মৃত চালকের নাম হিলাল আহমেদ ভাট। তিনি আইটিবিপির কনস্টেবল। বিক্ষোভকারীদের হাত থেকে আইটিবিপির ওই অফিসারদের রক্ষা করতে, ফোর্স পাঠানো হয়। সুরক্ষা বাহিনী তাঁদের উদ্ধার করে, হাসপাতালে ভরতি করেন।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল