অ্যাপশহর

আডবাণী, জোশীর পর এবার বিজেপিকে চাপে ফেললেন 'স্পিকার' সুমিত্রা

তাঁকে প্রার্থী করা নিয়ে দলে এত 'দ্বিধা' কেন, তা নিয়ে অবশ্য প্রশ্ন করতে ছাড়েননি। দলের সিদ্ধান্তের অপেক্ষায় না-থেকে সুমিত্রা মহাজন এদিন ঘোষণা করে দেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন না।

EiSamay.Com 5 Apr 2019, 6:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মোদী-শাহ জমানায় তাঁরা যে বিজেপিতে 'ব্রাত্য', এলকে আডবাণী ও মুরলী মনোহর জোশীকে প্রার্থী না-করে, তা আগেই বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ইন্দোরের আট বারের সাংসদ, লোকসভার 'স্পিকার' সুমিত্রা মহাজনের সঙ্গেও হয়তো একই ঘটনা ঘটত। কিন্তু, দলের হাবভাব বুঝে নিজে থেকেই তিনি সরে দাঁড়ালেন।
EiSamay.Com Sumitra 05


তাঁকে প্রার্থী করা নিয়ে দলে এত 'দ্বিধা' কেন, তা নিয়ে অবশ্য প্রশ্ন করতে ছাড়েননি। দলের সিদ্ধান্তের অপেক্ষায় না-থেকে সুমিত্রা মহাজন এদিন ঘোষণা করে দেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন না।

চিঠি লিখে লোকসভার 'স্পিকার' বলেন, মধ্যপ্রদেশে বাকি সব আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও ইন্দোর থেকে কাকে প্রার্থী করা হবে, বিজেপি নেতৃত্ব এখনও তা ঝুলিয়ে রেখেছে। ১৯৮৯ সাল থেকে তিনিই এই কেন্দ্রে ভোটে দাঁড়ান।

সুমিত্রার কথায়, দল এবার প্রার্থীর নাম ঘোষণা না-করায় বুঝতে অসুবিধা হয় না, আমাকে নিয়ে কোথাও 'দ্বিধা' কাজ করছে। কিন্তু, আমাকে সরাসরি বলতে হয়তো সংকোচ হচ্ছে। তাই নিজেই ঠিক করেছি, ভোটে দাঁড়াব না।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল