অ্যাপশহর

Lok Sabha Election Results: ভোট দেয়নি নিজের পরিবারই! হতাশায় কেঁদে ফেললেন প্রার্থী

সাক্ষাৎতার দিতে গিয়ে লোকসভা নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে এভিএম কারচুপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন নিতু। কিন্তু এরপরেই নিজের পরিবারের সদস্যদের বিশ্বাসঘাতকতার কথা বলে হতাশায় ভেঙে পড়লেন নির্দল প্রার্থী।

EiSamay.Com 24 May 2019, 4:53 pm

হাইলাইটস

  • পরিবারে ভোটারের সংখ্যা ৯, কিন্তু সব মিলিয়ে তিনি ভোট পেয়েছেন মাত্র ৫টি।
  • দুঃখ, অভিমান ও হতাশায় টিভি ক্যামেরার সামনে কেঁদে ফেললেন জলন্ধর কেন্দ্রের নির্দল প্রার্থী নিতু শত্তর্ণওয়ালা।
  • সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর কখনও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
ভোট পেয়েছেন মাত্র ৫টি, দুঃখে কেঁদে ফেললেন প্রার্থী
এই সময় ডিজিটাল ডেস্ক: পরিবারে ভোটারের সংখ্যা ৯, কিন্তু সব মিলিয়ে তিনি ভোট পেয়েছেন মাত্র ৫টি। দুঃখ, অভিমান ও হতাশায় টিভি ক্যামেরার সামনে কেঁদে ফেললেন পঞ্জাবের জলন্ধর কেন্দ্রের নির্দল প্রার্থী নিতু শত্তর্ণওয়ালা।
পঞ্জাবের সংবাদসংস্থা 'জগ বাণী'-তে সাক্ষাৎতার দিতে গিয়ে লোকসভা নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে এভিএম কারচুপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন নিতু। কিন্তু এরপরেই নিজের পরিবারের সদস্যদের বিশ্বাসঘাতকতার কথা বলে হতাশায় ভেঙে পড়লেন নির্দল প্রার্থী। তাঁর দাবি, পরিবারে নয় জন ভোটার থাকা সত্ত্বেও তিনি স্রেফ পাঁচটি ভোট পেয়েছেন।

সংবাদসংস্থার ক্যামেরায় ধরা পড়া প্রার্থীর সেই আবেগমথিত ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দিনের 'বৃহত্তম নির্বাচনী সংবাদ' হিসেবে ভাইরাল হয়েছে।

সাক্ষাৎকারে নিতুকে সঞ্চালক প্রশ্ন করেন, তিনি কি শুধু পাঁচটি ভোটই পেয়েছেন? জবাবে ভোটপ্রার্থী বলেন, 'স্যর, আমার পরিবারে ৯ জন ভোটার রয়েছেন। কিন্তু আমি মাত্র ৫টি ভোট পেয়েছি।'

এরপর প্রশ্ন করা হয়, তাঁর পরিবার কি তাঁকে ভোট দেয়নি? উত্তরে নিতু বলেন 'না স্যর, ভোটের বিষয়ে ওঁরা আমার প্রতি অসৎ আচরণ করেছেন।' এই কথা বলতে বলতেই আচমকা কান্নায় ভেঙে পড়েন নির্দল প্রার্থী।

সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর কখনও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাঁর যুক্তি, ভোটে লড়তে গেলে যদি এই ফল হয়, তাহলে আর নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করার মানে হয় না।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল