অ্যাপশহর

লোকসভা ২০১৯: বাংলায় ৩য় দফার ভোট খবর এক নজরে

১১৭ কেন্দ্রে সবমিলিয়ে ১,৬০০ প্রার্থীর ভাগ্যপরীক্ষা। নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃতীয় দফায় ১১৭ কেন্দ্রে ১৮.৫৬ কোটি ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র সবমিলিয়ে ২.১০ লক্ষ।

EiSamay.Com 23 Apr 2019, 5:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটে পাঁচটি আসনে ৬১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা মঙ্গলবার। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
EiSamay.Com highlight page for third phase of lok sabha election polling on 23 april
আজ ৩য় দফার ভোট খবর এক নজর


বিকেল ৫টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ৮০.৯৮%, মালদহ উত্তরে ৭৬.৪৩%,মালদহ দক্ষিণ ৭৭.৪৫%, জঙ্গিপুর ৭৮.৫৮% ও মুর্শিদাবাদ ৮১.৪১%। রাজ্যে গড় ভোট পড়ছে ৭৮.৯৭%।

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী মৃত্যুর ঘটনায় আটক ৪।

মালদহের রতুয়ায় সরানো হল এক প্রিসাইডিং অফিসারকে।

বেলা ৩টে পর্যন্ত মালদহ উত্তরে ভোট পড়ল ৬৪.৬৬%, মালদহ দক্ষিণে ৬৬.০৪%, জঙ্গিপুরে ৬৮.৪১%, বালুরঘাটে ৭২.০২%, মুর্শিদাবাদে ৬৭.৭৫%।

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ভোটকর্মীর মৃত্যু ঘিরে রহস্য। মঙ্গলবার সকালে তাঁর বাসভবন থেকে উদ্ধার হয়েছে রিজার্ভ ভোটকর্মী কুশমন্ডির শিক্ষক বাবুলাল মুর্মুর দেহ।

মুর্শিদাবাদের কান্দি ও নওদায় উপনির্বাচনের দিন পরিবর্তন করল নির্বাচন কমিশন। ১৯ মে তারিখের বদলে ২০ মে ওই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

তৃতীয় দফায় মুর্শিদাবাদে ভোটের বলি ১। নির্বাচন কমিশন রিপোর্ট চাইল জেলাশাসকের কাছে ।
দুপুর ১টা পর্যন্ত মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫০.৩২%, বালুরঘাটে ভোট পড়েছে ৫৬.১০%, জঙ্গিপুরে ৫২.৮২%, মালদা উত্তরে ভোট পড়েছে ৪৯.৭৭% এবং মালদা দক্ষিণে ভোট পড়েছে ৫০.৪৪%। পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৫১.৯ শতাংশ।

বালুরঘাট লোকসভার কুমারগঞ্জের শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের ৩৯/১৭০ নং বুথে প্রাক্তন বিধায়িকা মাহুমেদা বেগমের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা ও বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষিপ্ত অশান্তি, তবে মোটের উপর ভোট শান্তিপূর্ণ।
ডোমকলের টিকটিকিপাড়ায় ব্যাপক বোমাবাজি। উদ্ধার অনেকগুলি তাজা বোমা।

মালদার সামসিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ছুরির আঘাতে জখম ২ বিজেপি কর্মী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দু'দলের ক্যাম্প অফিস ভাঙচুর, ইটবৃষ্টি।

মালদা ও ইটাহারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। অভিযোগ দায়ের মহকুমাশক ও নির্বাচন কমিশনের কাছে।
দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি কর্মী আক্রান্ত। পিস্তলের বাঁট দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
পঞ্চায়েত ভোট কার্যত লুঠ হয়েছিল সুজাপুর নয়ামৌজার এই বুথে। এবার কেন্দ্রীয় বাহিনীর আস্তানা হয়েছে এখানে। তবুও বুথ অনেকটাই ফাঁকা।

সকাল ১১টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ৩৭.৩৮ শতাংশ, মুর্শিদাবাদে ৩৩.৭৪%, মালদা উত্তরে ৩২.৩৭ %, মালদা দক্ষিণে ৩৪.১৪% এবং জঙ্গিপুরে ৩৬.৭৪%।

কালিয়াচক ৩ নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে গোপালনগরে সংঘর্ষে জখম এক মহিলা-সহ ৩ জন।

বালুরঘাটের কুশমণ্ডির চাঁদপুরের ঘটনা। ভোট দিতে যাচ্ছিলেন বিজেপিকর্মীরা। বিজেপিকর্মীদের ঘিরে ধরে মারধর। লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত ৩ বিজেপিকর্মী।

সুতি এলাকায় বেধরক মারধোর পুলিশের। মারধোর করা হয় ভোটারদের, দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ, আহত ১ শিশু সহ ৩জন।

বালুরঘাটে রবীন্দ্রনগর এলাকায় ৩৯/৬৬ বুথে ইভিএম মেশিন কাজ করছে না প্রায় ঘন্টাখানেক ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন।
উত্তর মালদার মালতিপুর বিধানসভার ৭৬ নম্বর বুথে কংগ্রেস পোলিং এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ।

কুমারগঞ্জে রামকৃষ্ণপুর হাইস্কুল ১৬৮ নম্বর বুথে ইভিএম খারাপ।

বোয়ালদারের ফুলঘরা বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বুথে তালা এলাকাবাসীর।

বৃদ্ধাকে ‘সাহায্য’ পোলিং এজেন্টের ৷ বৃদ্ধার ভোট নিজেই দিলেন পোলিং এজেন্ট ৷

সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ১৬.৯৪ শতাংশ৷

সকাল ৯টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ১৭.২৮%, মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৭.৫৪ শতাংশ, মালদা উত্তরে ১৬.১১ শতাংশ মালদা দক্ষিণে ১৬.২২ শতাংশ এবং জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫৪ শতাংশ।

মুর্শিদাবাদের কুমরিপাড়ায় ১০৫ নং বুথের বাইরে শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ভোট দিতে যেতে পারছেন না ভোটাররা।

গঙ্গারামপুরে ৬১ ও ৬২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ। অন্যদিকে, ৫৪ নম্বর বুথে বাহিনীর সামনেই বিজেপিকে এজেন্টকে মারধরের অভিযোগ।

ভোট দিতে যাওয়ার আগে মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম শ্রদ্ধা জানালেন মামা গনিখান চৌধুরির সমাধিতে।

রতুয়ার প্রিসাইডিং অফিসারকে সরানো হল। বাহারালের বুথে বহিরাগতদের আনাগোনার অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয় কমিশন।
মালদার কোতওয়ালি প্রাইমারি জুনিয়র বেসিক স্কুলে ৮৭ বছরের বৃদ্ধা মাকে নিয়ে ভোট দিতে এলেন যুবক।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল