অ্যাপশহর

বৃহস্পতিবার ২০ রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ, থাকবে সরকারি ছুটি

যে যে আসনগুলিতে নির্বাচন হবে, সেই আসন সংশ্লিষ্ট শহরগুলিতে সরকারি ছুটি থাকবে।

EiSamay.Com 10 Apr 2019, 7:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রথম দফার ভোটগ্রহণ আগামীকাল। মোট ২০ রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ হবে আগামীকাল। তার মধ্যে বাংলার ২টি আসনও রয়েছে। এই নির্বাচন উপলক্ষেই ওই আসন সংক্রান্ত এলাকায় জারি থাকবে সরকারি ছুটি।
EiSamay.Com Vote
লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রথম দফার ভোটগ্রহণ আগামীকাল। (প্রতীকী ছবি)


নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যে কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সেখানকার স্কুল, কলেজ এবং সরকারি অফিস বন্ধ থাকবে। আবার যে যে রাজ্যে প্রথম দফার ভোটেই নির্বাচন প্রক্রিয়া শেষ হবে, সেখানে গোটা রাজ্যেই সরকারি ছুটি ঘোষিত হবে।

উত্তরাখণ্ড, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান ও নিকোবর এবং লক্ষদ্বীপে রাজ্য সরকারি ছুটি ঘোষণা হয়েছে। এই ৮ রাজ্য ছাড়াও, উত্তরপ্রদেশের ৮টি, অসমের ৫টি, পশ্চিমবঙ্গের ২টি, ওডিশার ৪টি, বিহারের ৪টি, ছত্তিশগড়ের ১টি, মহারাষ্ট্রের ৭টি এবং মণিপুরের ১টি আসনে ভোটগ্রহণ হবে।

যে যে আসনগুলিতে নির্বাচন হবে, সেই আসন সংশ্লিষ্ট শহরগুলিতে সরকারি ছুটি থাকবে।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল