অ্যাপশহর

মমতা কি কখনও NDA-তে ফিরবেন? ‘দরজা বন্ধ নয়’, জানালেন কৈলাস বিজয়বর্গীয়

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর ২০০৬ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর আমলে NDA-তে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপর NDA ত্যাগ করেন তিনি।

PTI 30 Apr 2019, 6:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা পরবর্তী পরিস্থিতিতে কি NDA-তে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অধুনা রাজনীতি সম্পর্কে সচেতন যে কেউ এর উত্তর নেতিবাচক দিলেও, আশা ছাড়ছেন না BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠলে এমনই ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত BJP নেতা।
EiSamay.Com Mamata
মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ফটো)


PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,'জল্পনার কোনও উত্তর দেব না। তবে রাজনীতিতে চিরশত্রু বলে কিছু হয় না। উনি (মমতা) যদি NDA-তে ফিরতে চান, তবে জোটের নেতারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে কারোর জন্যই দরজা বন্ধ নয়।'

BJP এবং মোদী-শাহ-এর বিরোধিতা করে প্রতিদিনই তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি থেকে নাগরিক বিল- NDA শাসিত কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এরমধ্যেও যদিও অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে 'প্রতি বছর মমতা কুর্তার পাশাপাশি বাংলার মিষ্টি পাঠান ' বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এর বিরোধিতা করে প্রধানমন্ত্রীর সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তোলা হলেও, রাজনৈতিক মহলে কানাঘুষো অন্য। ভোট-পরবর্তী পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থা না হলে, আলোচনার দরজা খোলা রাখতেই প্রধানমন্ত্রীর ওই মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। যদিও তাতে তৃণমূল সুপ্রিমোর সাড়া দেওয়া নিয়ে সন্দেহ রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই।

আরও পড়ুন: ‘মোদীর কুর্তার সাইজ মমতা জানলেন কীভাবে?’ প্রশ্ন কংগ্রেসের

প্রসঙ্গত, ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর ২০০৬ পর্যন্ত বাজপেয়ী আমলে NDA-তে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপর NDA ত্যাগ করেন তিনি।

সে কথা মনে করিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'আগে উনি গরিবদের জন্য লড়াই করতেন। তবে এখন পালটে গেছেন। গুন্ডাদের আশ্রয় দিচ্ছেন এবং দেশের নীতির বিরোধিতা করতেই উনি বেশি আগ্রহ বলে মনে হয়।' BJP নেতার মতে, বাংলার ৪২টি আসনের মধ্যে ৩০টি জেতার মতো পরিস্থিতিতে রয়েছে BJP। তাঁর কথা ঠিক হয় কিনা জানার জন্য ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল