অ্যাপশহর

কর্নাটকে এখনই জোট সরকারের পতন চায় না বিজেপি

কর্নাটকের জেডি(এস)-কংগ্রেস জোট সরকারকে ফেলে দেওয়ার জন্য বিজেপি যে উঠেপড়ে লেগেছে, এ অভিযোগ নিদেন পক্ষে বছর খানেক পুরনো। সম্প্রতি লোকসভা ভোটের পর স্পষ্ট, কর্নাটকে ওই দু'দলের জোটকে প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি। তবে শনিবার কর্নাটকের বর্ষীয়ান বিজেপি নেতা নিজের পুরনো অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বললেন, 'সদ্য দিল্লি থেকে ফিরেছি।

EiSamay.Com 1 Jun 2019, 11:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কর্নাটকের জেডি(এস)-কংগ্রেস জোট সরকারকে ফেলে দেওয়ার জন্য বিজেপি যে উঠেপড়ে লেগেছে, এ অভিযোগ নিদেন পক্ষে বছর খানেক পুরনো। সম্প্রতি লোকসভা ভোটের পর স্পষ্ট, কর্নাটকে ওই দু'দলের জোটকে প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি। তবে শনিবার কর্নাটকের বর্ষীয়ান বিজেপি নেতা নিজের পুরনো অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বললেন, 'সদ্য দিল্লি থেকে ফিরেছি। আমাদের নেতারা স্পষ্ট বলে দিয়েছেন এমন কোনও ধরনের পদক্ষেপ না করতে যাতে কর্নাটক সরকার পড়ে যায়।'
EiSamay.Com BJP f


বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চাপেই যে ইয়েড্ডি এ কথা বলছেন, সে তো তিনি নিজের মুখেই স্বীকার করে নিলেন। কিন্তু কর্নাটকের 'মুখ্যমন্ত্রী' পদে আসীন হওয়ার অব্যক্ত আশাটি যে এত সহজে কি তিনি ভুলে যেতে পারবেন? ইয়েদুরাপ্পার কথায়, 'আপাতত কিছু দিন আমরা চুপ চাপ থাকব। ওরা (কংগ্রেস) নিজেদের মধ্যে ঝামেলা করুক। অনেক কিছুই তো হতে পারে। আমাদের শুধু বলে দেওয়া হয়েছে এখনও কোনও অশান্তি না তৈরি করতে কিংবা সরকার ফেলে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না করতে।'

তাঁর আরও সংযোজন, 'প্রথমে মনে হচ্ছিল, কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া দলে নিজের ক্ষমতা প্রমাণ করতে চার জন বিধায়ককে পাঠাতে পারেন।' আর তাতেই সরকার পড়তে পারে। সে পরিকল্পনা যাতে সফল না হয়, সে জন্যই আপাতত চুপচাপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতাদের।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল