অ্যাপশহর

মুখ্যমন্ত্রীকে নিয়ে 'অসম্মানজনক' ভিডিয়ো শেয়ার, গ্রেফতার পড়ুয়া

তেলেঙ্গানা পুলিশ জানায়, টিক টক অ্যাপ কাজে লাগিয়ে অন্ধ্রের ওই পড়ুয়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়োটি বানিয়েছে। থগারাম নবীন নামে ওই ছাত্রের বাড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার তিরুবরুতে।

EiSamay.Com 25 Apr 2019, 2:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে নিয়ে অনলাইনে একটি অসম্মানজনক ভিডিয়ো শেয়ার করায়, অন্ধ্রপ্রদেশের এক ছাত্রকে বুধবার গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশ। ধৃত পড়ুয়া নিজেই ওই ভিডিয়োটি তৈরি করেছে।
EiSamay.Com CM


তেলেঙ্গানা পুলিশ জানায়, টিক টক অ্যাপ কাজে লাগিয়ে অন্ধ্রের ওই পড়ুয়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়োটি বানিয়েছে। থগারাম নবীন নামে ওই ছাত্রের বাড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার তিরুবরুতে।

বুধবার তেলেঙ্গানা পুলিশের একটি দল, অভিযুক্তকে সেখান থেকে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারা ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার দুটি স্মার্টফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল