অ্যাপশহর

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

ভোটমুখী বঙ্গে পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা.... শাসক ও বিরোধী একে অপরের দিকে তুলছে আঙুল....দু'রাউন্ড গুলি চালানোর অভিযোগ... ভোটের মুখে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে

Lipi 19 Mar 2021, 2:01 am
এই সময় ডিজিটাল ডেস্ক: TMC পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল। BJPর দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের। ঘটনায় অভিযোগ অস্বীকার BJPর ঘটনাস্থলে পুলিশ। ভোটের মুখে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
EiSamay.Com shoot out


সূত্রের খবর, নদিয়ার রানাঘাট থানার রামনগর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের বাসিন্দা সুজিত জোয়াদ্দার বর্তমানে তিনি রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান।অভিযোগ বুধবার গভীর রাতে তিনি যখন বাড়িতে ছিলেন হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান।তিনি দরজা খুলে দেখেন কয়েক জন দুষ্কৃতী বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপরেই আবার এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর ভয়ে দরজা আটকে ঘরে চলে যান পঞ্চায়েত প্রধান। গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে গুলির আওয়াজে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর খবর দেওয়া হয় রানাঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে গুলির একটি খোল উদ্ধার করে নিয়ে যায়।



পঞ্চায়েত প্রধান সুজিত জোয়াদ্দারের দাবি, রাজনৈতিক কারণেই বিজেপির দুষ্কৃতীরা তার ওপর হামলা করার চেষ্টা করেছে। কারণ এখানে শান্তি এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে তৃণমূল দলটা করেন তিনি। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণেই ভোটের আগে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। যদিও প্রধানের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা।যদিও অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল