অ্যাপশহর

'খেলা হবে'-র তালে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা

হাওড়া দখলে নিশ্চিত তৃণমূল শিবির। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হাওড়া উত্তর এবং দক্ষিণের দুই প্রার্থী জানালেন, নিশ্চিতভাবেই জিতছেন তাঁরা। আবারও শোনা গেল পরিচিত স্লোগান, 'খেলা হবে'।

Lipi 18 Mar 2021, 4:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'খেলা হবে'-র সুরেই মনোনয়নপত্র জমা দিলেন হাওড়া উত্তরের তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী। একই দিনে হাওড়া দক্ষিণের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা শাসকের দফতরে। বৃহস্পতিবার সকালে প্রথমে প্রয়াত বাবা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অম্বিকা বন্দোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করেন তিনি। পরে মনোনয়ন জমা দেন। তিনি বলেন, 'অম্বিকা বন্দোপাধ্যায় সাংসদ থাকাকালীন হাওড়ায় সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। আর সেই কারণেই মানুষ বাবাকে ভোলেনি।' তিনিও বাবার পদাঙ্ক অনুসরণ করবেন বলেই আশ্বাস দিয়েছেন।
EiSamay.Com Nandita Chowdhury Goutam Chowdhury TMC
নিজস্ব ছবি।


এদিন সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে হাওড়া ময়দানের বঙ্কিম সেতুর নীচে জমায়েত করেন আরও এক প্রার্থী গৌতম চৌধুরী। প্রাক্তন CPIM বিধায়ক লগনদেও সিংকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। তার আগে তিনি জানান, জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।


West Bengal Assembly Election 2021:'নন্দীগ্রাম আমায় ভোট দেবে', মনোনয়নপত্র জমা দিয়ে বললেন মমতা
ব্যালট যুদ্ধে জেতার পর কী করবেন? গৌতম চৌধুরী জানিয়েছেন, ভোটের পর তাঁর প্রথম কাজ উত্তর হাওড়ায় একটি মহিলা কলেজ তৈরি করা।

রাজনীতির ময়দানে ডাবল সেঞ্চুরি করব: মনোজ তিওয়ারি
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল