অ্যাপশহর

অনিদ্রা কিংবা বশীকরণ থেকে মুক্তিলাভ, উপায় বাতলাচ্ছে CPIM

তাবিজ-কবজ কিংবা মাদুলি-ধাগা নয়, বশীকরণ কিংবা বা অনিদ্রা থেকে মুক্তির চমকপ্রদ উপায় নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় হাজির CPIM। সূর্যাকান্ত মিশ্রর পোস্টে তাজ্জব নেটপাড়া।

EiSamay.Com 17 Mar 2021, 9:59 am

হাইলাইটস

  • তাবিজ-কবজ কিংবা দামি পাথর নয়, মুক্তি পেতে অন্য উপায়ের পরামর্শ দিচ্ছে CPIM।
  • সোমবার রাতে CPIM-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পোস্ট দেখে প্রথমটা ঘাবড়ে গিয়েছিলেন অনেকেই।
  • পোস্টারগুলি তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা।
EiSamay.Com CPIM
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল CPIM-এর লিথো পোস্টার। সৌজন্যে- ফেসবুক।
এই সময় ডিজিটাল ডেস্ক: জীবনে অশান্তি? রাতে ঘুম হচ্ছে না? বশীকরণের শিকার? চিন্তা নেই। এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে হাজির সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। আলিমুদ্দিনেই মিলবে এর থেকে মুক্তিলাভের টোটকা। তবে তাবিজ-কবজ কিংবা দামি পাথর নয়, মুক্তি পেতে অন্য উপায়ের পরামর্শ দিচ্ছে CPIM।
সোমবার রাতে CPIM-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পোস্ট দেখে প্রথমটা ঘাবড়ে গিয়েছিলেন অনেকেই। জ্যোতিষীদের মতো ফ্লায়ার পোস্ট করে মুক্তির সন্ধান দিয়েছেন CPIM রাজ্য সম্পাদক। আর এই মুক্তি মিলবে EVM-এ সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিলেই। তৃণমূল আর BJP-র হাত থেকে মুক্তি পেতে এবং শিক্ষা-চাকরি ও কর্মসংস্থানের লক্ষ্যে সংযুক্ত মোর্চার জন্য এমনভাবেই সমর্থন চেয়েছেন তিনি। এভাবেই বিধানসভা ভোটের প্রচারে ফের এক অভিনব চমক এনে নেটিজেনদের মন জয় করল বামেরা। সংযুক্ত মোর্চার সমর্থনে তৈরি করা হয়েছে উজ্জ্বল রংয়ের পোস্টার। যেখানে জ্যোতিষ বিজ্ঞাপনের ধাঁচে লেখা হয়েছে আর্থ-সামাজিক নানা সমস্যার কথা। আর বামজোটকে মুক্তিলাভের একমাত্র উপায় বাতলানো হয়েছে।
হাল ফেরাতে এবার লুঙ্গি ডান্সের তালে মাতল 'লালেরা'

পোস্টারগুলি তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। প্রত্যেকেই SFI সংগঠনের সদস্য। গোটা বিষয়টির ভাবনা গীতশ্রী সরকারের মস্তিষ্কপ্রসূত। তাঁর কথায়, 'এই লিথোগ্রাফিগুলি আমরা ট্রেনে, বাসে, বাস স্টপে এবং প্রতিটি ব্লকে ব্লকে সাঁটাব। সকলকে বিতরণ করার জন্যই এগুলি বানানো হয়েছে।'

জোটে নেই অথচ জোট প্রার্থীকে সমর্থন লিবারেশনের, বিভ্রান্ত ভোটাররা
এদিকে, বশীকরণ, বাম্পার লটারি কিংবা রাতে ঘুমের সমস্যার সমাধানের উপায় বাতলে সমালোচনার মুখেও পড়েছে বামেরা। তৃণমূল এবং BJP-র সমর্থকদের থেকে তীব্র কটাক্ষ উড়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শীর্ষস্থানীয় নেতারা এই পোস্টারগুলি শেয়ার করায় অনেকে কটাক্ষ করে লিখেছেন, 'মরণকালে হরিনাম করছে CPIM।' কারও আবার তীর্যক মন্তব্য, 'শেষবেলায় কি তবে জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে ভোটে লড়তে হবে?' যাদবপুরের প্রাক্তনীদের অবশ্য বক্তব্য, সাধারণ মানুষের নিত্য সমস্যাগুলিকে আকর্ষণীয় উপায়ে সকলের সামনে তুলে ধরতেই এই অভিনব প্রচার কায়দা বেছে নেওয়া। এখানে যেমন রয়েছে কর্মসংস্থানের অভাবে বেকারদের সমস্যা, তেমনই উঠে এসেছে সাম্প্রদায়িকতা কিংবা নাগরিকত্ব ইস্যুও।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল