অ্যাপশহর

মহারাষ্ট্রে বিজেপি-র জয় নিয়ে আশাবাদী শীর্ষ নেতারা

​মুম্বইয়ে ভোট দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। এদিন তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকেই বেছে নেবেন।

EiSamay.Com 21 Oct 2019, 12:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার একসঙ্গে হরিয়ানা এবং মহারাষ্ট্রে শুরু হয়েছে এক দফার বিধানসভা নির্বাচন। আর এই দুই রাজ্যের মসনদ দখলই এখন বিজেপি-র কাছে পাখির চোখ। মহারাষ্ট্রে ২৮৮টি আসনে লড়াই চলছে। সেখানে শিবসেনার সঙ্গে জোট বেঁধেছে শাসক দল। অন্যদিকে হরিয়ানার ৯০টি আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
EiSamay.Com nitin gadkari and piyush goyal are optimistic about the win of bjp shiv sena in maharashtra assembly election
বিজেপি-র জয় নিয়ে আশাবাদী শীর্ষ নেতারা



সোমবার সকাল সকালই ভোট দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, পীযূষ গোয়াল এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অজিত পাওয়ার। ভোট দিয়ে বেরিয়ে পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বলেন, মহারাষ্ট্রে রেকর্ড ভাঙা জয় নিয়ে আসবে বিজেপি শিবনেসা জোট। ফের একবার শাসন ক্ষমতা আসবে দেবেন্দ্র ফড়নবিশের হাতে।


মুম্বইয়ে ভোট দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। এদিন তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকেই বেছে নেবেন। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত বিজেপি শিবসেনা জোট ২২৫টি আসনে জয় লাভ করবে। মানুষ মোদীজি আর ফড়নবিশজির সঙ্গেই। কংগ্রেস গ্রহণযোগ্যতা হারিয়েছে।’


এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে হরিয়ানা ও মহারাষ্ট্রের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে অনুরোধ করেছেন।

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল