অ্যাপশহর

গুগল সার্চে ছিলেন শীর্ষে, বিপুল ভোটে হারলেন BJP-র তারকা প্রার্থী সোনালি ফোগত

গণনার শুরু থেকে সহজেই ১০ হাজার ভোটের লিড নিয়ে নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে বিশনই।

EiSamay.Com 24 Oct 2019, 3:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে পর্যন্ত তাঁকে নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ ছিল। গুগল সার্চে বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার থেকেও বেশি খোঁজ পড়েছিল তাঁর। তবে সেই সোনালি ফোগতই পরাজিত হলেন হরিয়ানা বিধানসভায়। TikTok তারকাকে আদমপুর আসন থেকে প্রার্থী করেছিল BJP।
EiSamay.Com Sonali Phogat
সোনালি ফোগত। (ফাইল ফটো)


কংগ্রেসের কুলদীপ বিশনইয়ের কাছে পরাজিত হয়েছেন সোনালি। কমপক্ষে ৩০ হাজার ভোটে সোনালি পরাজিত বলে জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে। গণনার শুরু থেকে সহজেই ১০ হাজার ভোটের লিড নিয়ে নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে বিশনই।

আরও পড়ুন: ভোটের আগে সোনালি ফোগতের ‘ব্যক্তিগত তথ্য’ খুঁজছে হরিয়ানা! বলছে গুগল

অথচ BJP-র তরফে সোনালির নাম ঘোষণা করতেই তাঁকে ঘিরে সার্চের হিড়িক লাগে। গুগলের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সার্চ তালিকায় সবার উপরে একটাই নাম ছিল- সোনালি ফোগত।

সার্চ রেজাল্ট দেখলে জানা যাবে, হরিয়ানার ভোটারদের মূল আগ্রহ, সোনালির ব্যক্তিগত তথ্য নিয়েই। যেমন, তাঁর বয়স, জীবন ইত্যাদি। 'সোনালি ফোগত বয়স' সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। তবে সেই সার্চ রেজাল্ট যে ভোট বাক্সে প্রতিফলিত হয়নি, তা স্পষ্ট!

পরের খবর