অ্যাপশহর

দিল্লি নির্বাচন: কংগ্রেসের প্রথম তালিকায় ৫৪ প্রার্থীর নাম ঘোষণা

কংগ্রেসের প্রথম তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন অরবিন্দর লাভলি, কৃষ্ণ তীরথ, হারুন ইউসুফ, অশোক ওয়ালিয়া প্রমুখ। গান্ধীনগর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরবিন্দর লাভলি। তবে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস।

EiSamay.Com 18 Jan 2020, 10:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম বাদ রেখেই আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে ৫৪ জন প্রার্থীর নামের একটি তালিকা শনিবার প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেসের এটি প্রথম তালিকা। ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন।
EiSamay.Com Congress


কংগ্রেসের প্রথম তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন অরবিন্দর লাভলি, কৃষ্ণ তীরথ, হারুন ইউসুফ, অশোক ওয়ালিয়া প্রমুখ। গান্ধীনগর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরবিন্দর লাভলি। তবে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। বিজেপি ৫৭ জনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। সেখানেও কেজরির বিরুদ্ধে প্রার্থীর নাম এখনও খালি রাখা হয়েছে।

দ্বারকা কেন্দ্রের জন্য ₹১০ কোটি চেয়েছিলেন কেজরি, দল ছেড়ে বিস্ফোরক আদর্শ শাস্ত্রী

কংগ্রেস সূত্রে খবর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণ তীরথ দাঁড়াচ্ছেন পটেলনগর থেকে। বালিয়ামারান থেকে দাঁড়াচ্ছেন কংগ্রেসের আর এক বর্ষীয়ান নেতা হারুন ইউসুফ। প্রাক্তন মন্ত্রী অশোক ওয়ালিয়া প্রার্থী হচ্ছেন কৃষ্ণনগর থেকে। দিল্লিতে কংগ্রেসের প্রচার কমিটির প্রধান কীর্তি ঝা আজাদের স্ত্রী পুনম আজাদ সংগমবিহার থেকে প্রার্থী হচ্ছেন। মঙ্গলপুরী থেকে মনোনয়ন জমা দেবেন আর এক বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজেশ লিলোথিয়া।

'বৈঠকে যোগ দেওয়া মানেই সম্মতি নয়', NPR ইস্যুতে সাফাই চিদম্বরমের

দিল্লি বিধানসভা নির্বাচনে আমআদমি পার্টির প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি ও কংগ্রেস। কেজিরওয়ালের দল ইতিমধ্যেই ৭০টি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে, কংগ্রেস ও বিজেপি প্রথম দফায় সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। ১১ ফেব্রুয়ারি ভোটের ফল ঘোষণা।

পরের খবর