অ্যাপশহর

গত বিধানসভায় প্রচার তালিকার শীর্ষে, এবার ছত্তিশগড়ে ব্রাত্য আডবানি

২০১৩ বিধানসভা নির্বাচনে প্রচার তালিকায় প্রথম নাম ছিল লালকৃষ্ণ আডবানির। দ্বিতীয় ছিলেন রাজনাথ সিং এবং তৃতীয় নরেন্দ্র মোদী।

EiSamay.Com 26 Oct 2018, 7:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভা দু'দফায় ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। একদফা প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে বিদায়ী শাসকদল BJP। প্রথম তালিকায় ৭৭ জনের মধ্যে ১৪ জন মহিলা প্রার্থী রয়েছেন বলে জানা গেছে। যত দিন যাচ্ছে, প্রচারেও ঝড় তোলায় উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। সেইমতো তালিকাও তৈরি হয়ে গেছে। আর এই তালিকাতেই নেই বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আডবানির নাম।
EiSamay.Com LK Advani
প্রধানমন্ত্রী মোদী ও লালকৃষ্ণ আডবানি। ফাইল ফটো


রাজ্য BJP-র প্রকাশিত তালিকায় প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ছাড়াও ব্রাত্য থেকে গেছেন আরেক বর্ষীয়ান নেতা তথা সাংসদ মুরলী মনোহর যোশী। স্বভাবতই তালিকায় নেই বিদ্রোহী BJP সাংসদ শত্রুঘ্ন সিনহাও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে আডবানির নাম না থাকা।

প্রসঙ্গত, ২০১৩ বিধানসভা নির্বাচনে প্রচার তালিকায় প্রথম নাম ছিল লালকৃষ্ণ আডবানির। দ্বিতীয় ছিলেন রাজনাথ সিং এবং তৃতীয় নরেন্দ্র মোদী। ৪০ জনের তালিকায় নাম ছিল না বর্তমান দলীয় সভাপতি অমিত শাহ-র। তবে ৫ বছর পর তালিকায় প্রচার তালিকার শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় নাম BJP সভাপতি অমিত শাহ-র। তালিকাতেই নেই লালকৃষ্ণ আডবানি।

যদিও BJP-র জাতীয় মুখপাত্র বিজয় শাস্ত্রী এক হিন্দি সংবাদমাধ্য়মকে সাক্ষাৎকারে জানিয়েছেন, 'বয়সের কারণেই আডবানিজি'কে বাইরে রাখা হয়েছে। আডবানিজি'কে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছে কোর কমিটি।'

পরের খবর

Electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল