অ্যাপশহর

এবার উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র কেমন হবে? জরুরি বিজ্ঞপ্তি জারি করল সংসদ

কোভিডের কারণে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস হ্রাস করা হয়েছে। পরিবর্তিত সিলেবাসে বিষয় ভিত্তিক পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, তা ঘোষণা করল সংসদ। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

EiSamay.Com 14 Feb 2021, 12:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শুক্রবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরনেও উল্লেখযোগ্য বদল হতে চলেছে। কোন বিষয়ে কী ধরনের পরিবর্তন হয়েছে পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।
EiSamay.Com hs 2
প্রতীকী ছবি


গত বছর শেষের দিকে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৫ জুন থেকে শুরু হতে চলেছে লিখিত পরীক্ষা। ২ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। কোভিড মহামারীর কারণে অনেক কিছু বদলে গিয়েছে। দীর্ঘ ১১ মাস পরে আজ, ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে স্কুল খুলেছে। এই নিউ নর্মালে সমস্ত বিধি মেনে এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে এসেছিল। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ হ্রাস করা হয়েছে। কোপ পড়েছে একাদশের বার্ষিক পরীক্ষার সিলেবাসেও। নতুন সিলেবাস ইতিমধ্যে ঘোষণা করেছে সংশ্লিষ্ট বোর্ড।

বাংলায় এখনই খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, মার্চে বাড়িতে বসেই পরীক্ষা
নতুন সিলেবাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ কেমন হতে চলেছে, সেই বিষয়ে এদিন বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পর্ষদ সভাপতির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২০২১ সালে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত বিষয়ের সিলেবাস হ্রাস করা হয়েছে সেগুলির প্রথম দফার বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের ধরন প্রকাশ করা হল। সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন প্রশ্নপত্রের ধাঁচ কেবলমাত্র ২০২১ সালের জন্য।'

উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্রের ধাঁচ কেমন হবে, তা Download করার জন্য এখানে CLICK করুন।
টেস্ট না হওয়ায়, অন্য বছরের তুলনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। তেমন ধরে নিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। আর করোনাকালে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরীক্ষার্থীদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষাকেন্দ্রে বসানোর কথাও ভাবতে হচ্ছে পর্ষদ ও সংসদের কর্তাদের।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল