অ্যাপশহর

Class 11 Practical Exam: ক্লাস ইলেভেনের প্র‍্যাক্টিকাল পরীক্ষার দিন ঘোষণা করল পর্ষদ! বিস্তারিত জেনে নিন

Class 11 Practical Exam- এর দিন ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ( West Bengal Council of Higher Secondary Education)। এপ্রিল মাসের 29 তারিখ থেকে শুরু করে মে মাসের 20 তারিখ পর্যন্ত নেওয়া হবে এই পরীক্ষা। এবার পর্ষদের তরফ থেকে কোনও প্রশ্নপত্র তৈরি করা হবে না। স্কুলগুলো নিজেরাই প্রশ্নপত্র তৈরি করবে।

Produced byAkash Chatterjee | EiSamay.Com 20 Apr 2022, 7:06 pm

হাইলাইটস

  • ক্লাস 11 এর প্র‍্যাক্টিকাল পরীক্ষার দিন ঘোষণা।
  • এপ্রিল 29 থেকে মার্চ 20 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
  • প্রশ্ন করবে স্কুলগুলো নিজেরাই।
EiSamay.Com Class 11 Examination
Class 11 Practical Examination
নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আজ বুধবার, এপ্রিল মাসের 20 তারিখ, পর্ষদের তরফ থেকে রাজ্যের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জানানো হয়েছে, ক্লাস ইলেভেনের প্র‍্যাক্টিকাল পরীক্ষা নিতে হবে এপ্রিল মাসের 29 তারিখ থেকে মে মাসের 19 তারিখের মধ্যে। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কুড়ি দিন সময় পাবে ক্লাস ইলেভেনের পরীক্ষা প্র‍্যাক্টিকাল পরীক্ষার সূচি শেষ করার জন্য।
শুধু এটুকুই নয়, পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্যেও তাই থাকছে বড় ঘোষণা। প্র‍্যাক্টিকাল পরীক্ষা এবং ল্যাব টেস্টের জন্য প্রশ্নপত্র--তা ঠিক করবে স্কুলগুলোই। আগের বছরের মত পর্ষদের তরফ থেকে কোনওন প্রশ্নপত্র দেওয়া হবে না। বিদ্যালয়গুলোর হাতে থাকছে প্রশ্নপত্র তৈরি করার ক্ষমতা। এই প্রশ্নপত্র তৈরি করা হবে, বিদ্যালয়গুলোতে যে পাঠ্যসূচি এতদিন পর্যন্ত পড়ানো হয়েছে, তার ভিত্তিতে। বলা ভালো, শিক্ষার্থীদের জন্য থাকা য সিলেবাসের যে অংশটুকু এতদিনে শেষ করা হয়েছে, তার ভিত্তিতেই ওই প্রশ্নপত্র তৈরি করা হবে।


Read More:
undefined


কোভিড অতিমারির দীর্ঘ প্রকোপ পেরিয়ে আবার স্বাভাবিক ছন্দে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ যদিও বেতন প্রভৃতি বিষয় নিয়ে কিছু অসুবিধা বেশ কিছু বিদ্যালয়ে দেখা গিয়েছে-- তবু মোটের উপর রাজ্যের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের বেশ স্বাভাবিকই। এই পরিস্থিতিতে ক্লাস ইলেভেনের প্র‍্যাক্টিকাল পরীক্ষার দিন ঘোষণা করল পর্ষদ।



সাধারণত, ক্লাস ইলেভেনের প্র‍্যাক্টিকাল পরীক্ষা স্কুলগুলি নিজেরাই নিয়ে থাকে। সেখানে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মত বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার রীতি নেই। তাই স্বাভাবিকভাবেই, নিজেদের বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার অনুভূতি বহুদিন পর পাবে ছাত্রছাত্রীরা। চলতি মাসের শেষের আগের দিন অর্থাৎ 29 তারিখ থেকে শুরু হবে এই পরীক্ষা। চলবে মে মাসের 20 তারিখ পর্যন্ত। ফের একবার নিজেদের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারার আনন্দে উচ্ছ্বসিত থাকবে ছাত্রছাত্রীরাও। উপরন্তু, এবার পর্ষদ-নির্ধারিত প্রশ্নপত্রও নেই। তাই পরীক্ষা হয়ত কিছুটা সহজও হতে পারে ছাত্রছাত্রীদের জন্য।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ

প্র‍্যাক্টিকালের এই সূচি ঘোষণায় নিয়ে আপনার কি অভিমত? কমেন্ট করে জানান আমাদের কমেন্টবাক্সে।

Read More: undefined
লেখকের সম্পর্কে জানুন
Akash Chatterjee

পরের খবর