অ্যাপশহর

প্রকাশিত হল SET-এর প্রশ্ন ও উত্তরপত্র, ৬ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে মতামত

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট www.wbcsc.org.in অথবা www.wbcsconline.in-এ গিয়ে ২৩তম SET পরীক্ষার প্রশ্নপত্র, অ্যানসার কি ও জাম্বলিং ফর্মুলাগুলি ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।

EiSamay.Com 25 Jan 2022, 8:05 pm
West Bengal SET Exam: গত ৯ জানুয়ারি আয়োজিত হয় পশ্চিমবঙ্গ স্টেট এলিজিবিলিটি টেস্ট বা SET পরীক্ষা। মঙ্গলবার, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই পরীক্ষার আয়োজক সংস্থা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তরফে। প্রকাশিত হয়েছে এই পরীক্ষার প্রশ্নপত্র, অ্যানসার কি ও জাম্বলিং ফর্মুলা। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট www.wbcsc.org.in অথবা www.wbcsconline.in-এ গিয়ে ২৩তম SET পরীক্ষার প্রশ্নপত্র, অ্যানসার কি ও জাম্বলিং ফর্মুলাগুলি ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।
EiSamay.Com SET Exam
প্রতীকী ছবি


পেপার 1 ও পেপার 2-এর প্রশ্নপত্রগুলি খুব ভালো করে পড়ে দেখতে অনুরোধ করা হয়েছে পড়ুয়াদের। প্রশ্নপত্র ও তার পরিপ্রেক্ষিতে দেওয়া উত্তরগুলি অ্যানসার কি থেকে মিলিয়ে পড়ে দেখতে অনুরোধ করা হয়েছে পড়ুয়াদের। এই অ্যানসার কি সংক্রান্ত কোনও মতামত থাকলে ইমেলের মাধ্যমে কলেজ সার্ভিস কমিশনের কাছে তা পৌঁছে দিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। wbcscsetkeys2022@gmail.com-এ গিয়ে নিজেদের মতামত জমা করতে পারবেন পরীক্ষার্থীরা।

আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এই অ্যানসার কি নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন পরীক্ষার্থীরা। ইমেল ছাড়া, অন্য কোনও মাধ্যমে যদি পরীক্ষার্থীরা তাঁদের মতামত জানান, বা নির্দিষ্ট দিনের পর তাঁদের মতামত লিখে পাঠান, সেক্ষেত্রে তাঁদের মতামত ধার্য করা হবে না বলেই জানানো হয়েছে কলেজ সার্ভিস কমিশনের তরফে।

উচ্চশিক্ষায় এবার কর্মদক্ষতার প্রশিক্ষণ, IGNOU-র সঙ্গে MoU কেন্দ্রীয় মন্ত্রকের
করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই গত ৯ জানুয়ারি আয়োজিত হয় এই পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে সহকারি অধ্যাপক পদে নিয়োগের যোগ্যতা বিচার করা হবে।

স্কুল-কলেজ চালুর দাবি বাড়ছে, পরিস্থিতিতে নজর সরকারের
সারা দেশ জুড়ে চলছে করোনা অতিমারির তৃতীয় ঢেউয়ের প্রকোপ। এহেন পরিস্থিতিতে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। তবে, স্কুল বন্ধ থাকলেও, চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের প্রক্রিয়া। বেশ কিছু মহল থেকে ইতিমধ্যেই স্কুল খোলার দাবি উঠেছে। ফলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা করতে শুরু করেছে রাজ্য সরকার।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল