অ্যাপশহর

শুধুমাত্র সরকারি নির্দেশে বদলাবে পরীক্ষার নিয়ম, মত WBCHSE সভাপতির

২০২২ থেকে পরীক্ষার নিয়মে বেশ কিছু বদল আনতে চলেছে CBSE। তবে রাজ্যেও সেই বদল কার্যকর হবে কিনা সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেই মত WBCHSE-র নবনিযুক্ত সভাপতির।

EiSamay.Com 28 Aug 2021, 12:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীর কারণে দুই সর্বভারতীয় বোর্ড CISCE ও CBSE সহ অধিকাংশ রাজ্যের বোর্ড তাঁদের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়। দশম ও দ্বাদশ শ্রেণির নম্বর দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু রাজ্য বোর্ড CBSE-র অবলম্বন করা পন্থাই কাজে লাগায়। কিন্তু, 2022 থেকে বছরের দু’বার করে এই পরীক্ষা নিতে চলেছে CBSE। গোটা সিলেবাসটি দুটি ভাগে বিভক্ত থাকবে। প্রতি টার্মে গোটা সিলেবাসের 50 শতাংশ থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে। তবে CBSE-র নতুন এই পদ্ধতি নিয়ে দ্বিমত রয়েছে বেশ কিছু রাজ্যের। পরীক্ষায় নম্বর বসানোর মতোএই পদ্ধতিটি রাজ্যগুলি তাঁদের বোর্ডগুলির ক্ষেত্রে ব্যবহার করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেই মত শিক্ষা মহলের একাংশের।
EiSamay.Com WBCHSE
প্রতীকী ছবি

NEET পরীক্ষার দিন পরিবর্তন নয়, জানিয়ে দিল শিক্ষা মন্ত্রক
এই মর্মে, পশ্চিমবঙ্গ হাইয়ার সেকেন্ডারি কাউন্সিলের নবনিযুক্ত সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য জানান যে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমেস্টারের ভিত্তিতে নেওয়া হবে নাকি বার্ষিক ভাবেই নেওয়া হবে সেই বিষয়ে রাজ্যের শিক্ষা দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি এও জানান, সামনের বছরের পরীক্ষা খাতায়-কলমে হবে কিনা বিষয়টিও নির্ভর করবে সরকারের সিদ্ধান্ত ও সামনের বছরের করোনা পরিস্থিতির উপর। এই বিষয়ে কাউন্সিল নিজে থেকে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবে না বলেই জানান তিনি। অগাস্ট মাসের 13 তারিখ কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে।

তবে শুধুমাত্র বছরে দু’টি করে বোর্ড পরীক্ষাই নয়, CBSE-র বোর্ড পরীক্ষায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষায় প্রশ্নের ধরণে পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে প্রতিটি প্রশ্নপত্রের উত্তর দেওয়ার জন্য 2 ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা। এছাড়াও পরীক্ষায় থাকবে MCQ প্রশ্ন। এই বিষয়ে CBSE-র Controller of Examinations সন্যম ভরদ্বাজকে প্রশ্ন করা হলে তিনি জানান যে নয়া শিক্ষানীতির উপর ভিত্তি করেই পরীক্ষার ধরণকে নতুন ভাবে সাজানো হয়েছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খুলছে অসমের স্কুল-কলেজ
অন্যদিকে, এই পদ্ধতিটি ছাত্রছাত্রীদের কোনও কাজে আসবে না বলেই মত বিশেষজ্ঞদের।

বেশিরভাগ রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এই বছর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল