অ্যাপশহর

West Bengal Hs Result 2020:পাশের হার ৯০.১৩%, মেধাতালিকা ছাড়াই প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল

প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। শুক্রবার অনলাইনে পরীক্ষার ফল প্রাকাশিত হলেও, পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছবে ৩১ জুলাইয়ের মধ্যে। ফলপ্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

EiSamay.Com 17 Jul 2020, 5:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনের আগে মাধ্যমিক শেষ হলেও, করোনা আবহে বাতিল হয়েছে উচ্চমাধ্যমিকের শেষ তিন দিনের পরীক্ষা। শুক্রবার দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হয়। তবে অনলাইনে পরীক্ষার ফল প্রাকাশিত হলেও, পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছবে ৩১ জুলাইয়ের মধ্যে। ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ।
EiSamay.Com 90.13 pass percentage
পাশের হার ৯০.১৩%


উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস এদিন জানান, এবারের রেকর্ড পাশেরর হার ৯০.১৩%। ছাত্রদের পাশের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাশ করেছেন। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং-এ ভালো রেজাল্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উচ্চমাধ্যমিকে মোট ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬। উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ । এ বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৪৩ %, বাণিজ্য বিভাগে পাশের হার ৯২.২২ % এবং কলা বিভাগে পাশের হার ৮৮.৭৪ %।

একাদশে ভর্তির ক্ষেত্রে স্কুলগুলির প্রতি জারি মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ১০ অগস্ট পর্যন্ত নিজেদের পড়ুয়াদের ভর্তি করতে পারবে স্কুল। অন্য স্কুলে যেতে হলে, শিক্ষামন্ত্রীর ঘোষণা মতোই, ১১ থেকে ৩১ অগস্ট পর্যন্ত চলবে সে প্রক্রিয়া। পর্ষদ জানিয়েছে, পড়ুয়াদের ছাড়াই অভিভাবকদের মাধ্যমে স্কুলে ভর্তির প্রক্রিয়া চালানো যাবে। মাস্ক পরা ও দূরত্ববিধি রক্ষা বাধ্যতামূলক।

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভরতির ক্ষেত্রে গত বছর থেকেই পড়ুয়াদের ক্যাম্পাসে আসা বারণ হয়েছিল। এ বছরও তাই থাকছে। কলেজ বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক পুরোপুরি অনলাইন ব্যবস্থায় ভর্তি হবে। টাকা জমা, নথির প্রাথমিক যাচাই হবে ব্যাঙ্কে। প্রথম যে দিন পড়ুয়া ক্লাস করতে আসবে, সে দিন কলেজ নথি যাচাই করে নেবে। তাতে ভুল থাকলে সংশ্লিষ্ট পড়ুয়ার ভরতি বাতিলও হতে পারে। বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। সামগ্রিকভাবে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। গত বারের তুলনায় এ বার পাশের হার যেমন বেড়েছে, তেমনই ছাত্রীদের সাফল্য নজরকাড়া। মেধা তালিকায় রাজ্যে সেরা প্রথম দু'জনই ছাত্রী।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল