অ্যাপশহর

পড়ুয়াদের পরিচ্ছন্নতার শিক্ষা, কোর্স চালু উত্তরাখণ্ডের স্কুলগুলিতে

পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতাবোধ গড়ে তোলার জন্য মঙ্গলবার নয়া উদ্যোগ নিল উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সূচনা করলেন ‘স্কুল হাইজিন এডুকেশন প্রোগ্রাম’। রাজ্যের তেরোটি জেলার প্রায় তেরো হাজার প্রাথমিক স্কুলে এই কর্মসূচি পালন করা হবে।

Produced byDebnil Saha | Lipi 19 Aug 2022, 7:44 pm
কচিকাঁচাদের মধ্যে পরিচ্ছন্নতাবোধ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবার এই উদ্দেশ্যে ‘স্কুল হাইজিন এডুকেশন প্রোগ্রাম’ নামে একটি বিশেষ প্রকল্পেরও উদ্বোধন করা হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির হাত ধরেই সূচনা হল এই উদ্যোগের।
EiSamay.Com Hygiene Education Programme In Uttarakhand Schools
প্রতীকী ছবি


উত্তরাখণ্ডের তেরোটি জেলার প্রায় তেরো হাজার প্রাথমিক স্কুলে এই কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি রূপায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা রেকিট-এর সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে উত্তরাখণ্ডের শিক্ষা দফতর। প্রকল্পের কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে পরিচ্ছন্নতা সম্পর্কে ছোটদের ধারণা এবং দৈনন্দিন আচরণে পরিবর্তন আনা সম্ভব হবে। তাঁর কথায়, ব্যক্তিগত ক্ষেত্রে, স্কুলে, বাড়িতে বা এলাকায় পরিচ্ছন্নতা যে কতখানি জরুরি তা বাচ্চাদের শেখানো প্রয়োজন।

Read More: সারা দেশে ষষ্ঠ কলকাতা বিশ্ববিদ্যালয়! রাজ্যের মুকুটে নতুন পালক…

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “জন্মের পর থেকে ছ’বছর বয়স পর্যন্ত ছোটদের মানসিক ও শারীরিক বিকাশ সবথেকে দ্রুত গতিতে হয়। বাচ্চারা জীবনের শুরুতে যে অনুশাসন শেখে, তা নিয়েই তারা সামনের দিকে এগিয়ে চলে। আগামী পঁচিশ বছর দেশের পক্ষে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ছোটরাই পঁচিশ বছর পর দেশের চালিকাশক্তি হয়ে উঠবে। তাদের সঠিক দিশা দেখানোটা গুরুত্বপূর্ণ।”

Read More: গবেষণার জন্য 3 কোটি টাকা অনুদান IIT মাদ্রাসের প্রাক্তনীদের

পুষ্কর সিং ধামির কথায়, উত্তরাখণ্ডই হল দেশের প্রথম রাজ্য, যেখানে 2020 সালের জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি রূপায়নের জন্য রাজ্যের 4457টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘বাল বাটিকা’ স্থাপন করা হয়েছে। ‘প্রবেশোৎসব’, ‘আরোহী’, ‘কৌশলম’, ‘আনন্দম’ ও ‘বিদ্যা সেতু’র মতো নতুন কর্মসূচি চালু করা হয়েছে।অনলাইন শিক্ষাকে উৎসাহিত করতে তেরোটি জেলার পাঁচশো স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এছাড়াও উচ্চশিক্ষায় বৈদিক বিজ্ঞান, বৈদিক গণিত এবং ভগবতগীতা থেকে ম্যানেজমেন্টের পাঠকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। এর লক্ষ্য ভারতীয় সংস্কৃতি এবং জ্ঞানভাণ্ডার সম্পর্কে আগামী প্রজন্মকে অবহিত করা। এছাড়াও তিনি জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা এবং স্টার্ট আপ সংস্থা গড়ে তুলতে আলাদা নীতি প্রণয়ন করা হয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর