অ্যাপশহর

সমীক্ষা: অতিমারীতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে কমছে বিদেশী পড়ুয়াদের সংখ্যা

একটি সমীক্ষায় দেখা গেছে, এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে সংখ্যা কমেছে বিদেশী পড়ুয়াদের। মোট ৩০০০টি মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই সমীক্ষায় অংশগ্রহণ করে।

EiSamay.Com 17 Nov 2021, 10:07 pm
US University: করোনা অতিমারীর কারণে গত দেড় বছরের অধিকাংশ সময় ধরে কার্যত গৃহবন্দি ছিল গোটা বিশ্ব। এই সময়কালে পড়াশোনার জন্য অনলাইন ক্লাসের উপরই নির্ভরশীল ছিলেন পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। শহর থেকে গ্রাম, স্কুল থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়, সব ক্ষেত্রেই পড়ুয়াদের এই অনলাইন ক্লাসের উপরই নির্ভর করতে হয়েছে পড়ুয়াদের।
EiSamay.Com College Student
প্রতীকী ছবি


করোনাকালে অনলাইন কোর্সের উপর নির্ভরশীল হলেও, সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে সংখ্যা কমেছে বিদেশী পড়ুয়াদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের Institute of International Education-এর দ্বারা আয়োজিত এই সমিক্ষায় মোট ৩০০০টি মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা।

এই সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র ভর্তির সংখ্যা কমেছে ৪৫.৬ শতাংশ। এর মধ্যে বিদেশী পড়ুয়াদের সংখ্যা কমেছে প্রায় ১৫ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদেশী ছাত্র ভর্তির সংখ্যা কমলেও ভারত ও চিনের পড়ুয়ারাই সেই সকল প্রতিষ্ঠানগুলিতে সংখ্যাগরিষ্ঠ। তবে, করোনা কালে এই দুই দেশ থেকে আসা পড়ুয়াদের সংখ্যাতেও বেশ কিছুটা ঘাটতি পড়েছে। গত বছরের তুলনায় এই বছর চিন থেকে ১৪.৮ শতাংশ কম পড়ুয়া ভর্তি হয়েছেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে। অন্যদিকে, ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভ করতে যাওয়া পড়ুয়াদের সংখ্যা কমেছে প্রায় ১৩.২ শতাংশ।

ভর্তির সময়সীমা বাড়াল IGNOU, জানুন আবেদনের সব তথ্য
অতিমারীর সময়কালে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারির ফলে বহু পড়ুয়াই সঠিক সময়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিতে পারেননি। যার ফলে ঘাটতি পড়ুয়াদের সংখ্যায়।

মহিলাদের জন্য বিশেষ স্কলারশিপ গুগলের, জানুন আবেদনের সব তথ্য
করোনা অতিমারীর প্রকোপ কাটিয়ে ধিরে ধিরে চেনা ছন্দে ফিরছে গোটা বিশ্ব। অধিকাংশ দেশেই শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদেশী পড়ুয়াদের ভিড় বাড়বে বলেই আশাবাদী কলেজ বিশ্ববিদ্যালয়গুলি।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল