অ্যাপশহর

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে পড়ুয়াদের থেকে টাকা! সাসপেন্ড শিক্ষক

আবারও সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস। তবে এবারের ঘটনা একেবারে অন্যরকম। এবারে হাথরসের একটি স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পড়ুয়াদের টাকা দিতে বলে সাসপেন্ড হলেন সেই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা চাওয়ার একটি ভিডিও-ও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

Produced byDebnil Saha | Lipi 15 Aug 2022, 10:42 am
স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে। করা হবে পতাকা উত্তোলন। আর এই অনুষ্ঠানের জন্য পড়ুয়াদের টাকা দিতে বলেছিলেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। ঘটনা সামনে আসতেই সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে।
EiSamay.Com UP Teacher Suspended Banner


সম্প্রতি এই মর্মে একটি ভিডিও ভাইরাল হয়। তারপরই ওই স্কুলের প্রধানশিক্ষক ব্রজেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ নেন জেলার বেসিক শিক্ষা আধিকারিক। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, যে বুধাইচ গ্রামের ওই স্কুলে প্রার্থনার পর প্রধানশিক্ষক পড়ুয়াদের বলছেন যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য প্রত্যেক পড়ুয়াকে 15 টাকা করে জমা দিতে হবে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশ এসেছে বলেও দাবি করেন তিনি।

Read More: শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্বপ্নের উড়ানে মুম্বইয়ের ওজস

হাথরসের প্রাথমিক শিক্ষা আধিকারিক সন্দীপ কুমার বলেন, “প্রধানশিক্ষক যেভাবে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানের নামে 15 টাকা করে তুলছিলেন, সেটা একেবারেই বেআইনি। এরকম কোনও নির্দেশ নেই। শিক্ষকের মর্যাদা লঙ্ঘন করে তিনি জিনস ও টি শার্ট পরে পড়ুয়াদের সঙ্গে কথা বলছিলেন। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।” প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এবং উত্তরপ্রদেশের গভর্নমেন্ট সার্ভেন্ট (শৃঙ্খলা) রুলের আওতায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর