অ্যাপশহর

এবার থেকে পড়ুয়াদের সঙ্গে হস্টেলে তাকবেন তাঁদের মা, সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের

ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘Mother on Campus’। মায়েদের উপস্থিতি পড়ুয়াদের আরও ভালো করে পড়াশোনা করতেও সাহায্য করবে।

EiSamay.Com 19 Nov 2021, 2:16 pm
Tripura Boarding School: রাজ্য পরিচালিত হস্টেল ও বোর্ডিং স্কুলগুলিতে এবার থেকে পড়ুয়া তাঁদের মায়েদের সঙ্গে থাকতে পারবেন। সম্প্রতি এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরার শিক্ষা দফতর। ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘Mother on Campus’। এই সিদ্ধান্তের ফলে এবার থেকে ক্যাম্পাসে পড়ুয়াদের সঙ্গে তাঁদের মা অথবা আইনি স্বীকৃতি পাওয়া মায়েরা তাঁদের সন্তানদের সঙ্গে একই হোস্টেলে থাকার সুযোগ পাবেন।
EiSamay.Com Students
প্রতীকী ছবি


এই প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, শিশুদের কাছে তাঁদের মায়েরা থাকলে তারা নিরাপদ অনুভব করবে। মায়েদের উপস্থিতি পড়ুয়াদের আরও ভালো করে পড়াশোনা করতেও সাহায্য করবে। তবে, একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র দুইজন মা এক সপ্তাহের জন্য ক্যাম্পাসের মধ্যে থাকতে পারবেন বলে জানান তিনি।

এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন দফতরের অধীনে মোট ২০০৪টি হস্টেল রয়েছে। রোটেশনের ভিত্তিতে হস্টেলে উপস্থিত সব পড়ুয়াদের মায়েরাই এক সপ্তাহ করে তাঁদের সন্তানদের সঙ্গে থাকতে পারবেন।

রাজস্থানের কোটার কোচিং ইনস্টিটিউটগুলির উদ্যোগকে অবলম্বন করেই এই পরিকল্পনা গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। এই পরিকল্পনাটি বাস্তবায়িত করার পাশাপাশি রাজ্য সরকার পরিচালিত হস্টেল ও বোর্ডিং স্কুলগুলিতেযাতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকে তার দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার উন্নতির স্বার্থেই ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হবে বলে জানিয়েছে ত্রিপুরার শিক্ষা দফতর।

CBSE Term 1: অনলাইন পরীক্ষার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
যে সকল হস্টেলে আলাদা থাকার ও বাথরুমের ব্যবস্থা নেই, সেই সকল হস্টেলে এই পরিকল্পনাটি চালু করা হবে না বলেই জানিয়েছেন তিনি। এই স্কিমটি চালু করার জন্য আলাদা থাকার ব্যবস্থা ও বাথরুম থাকাটা খুবই জরুরি। এছাড়াও, যে সকল মায়েরা হোস্টেলে থাকতে আসবেন, তাঁরা চাইলে সাত দিনের আগেই নিজেদের বাড়ি ফিরে যেতে পারবেন। কিন্তু কোনও ভাবেই হোস্টেল থাকার সময় বৃদ্ধি করা হবে না পড়ুয়াদের।

সমীক্ষা: অতিমারীতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে কমছে বিদেশী পড়ুয়াদের সংখ্যা
হস্টেলে থাকার সময় পরিস্কার পরিচ্ছন্নতা, পুষ্টি সহ আরও অন্যান্য বিষয়গুলি সম্পর্কে তাঁদের মতামত জানাতে বলা হবে মায়েদের। এই মতামতের ভিত্তিতে হোস্টেল ও স্কুল কর্তিপক্ষ পড়ুয়াদের থাকার ব্যবস্থা আরও উন্নত করবে এবং উন্নত পরিষেবা প্রদান করবে।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল