অ্যাপশহর

শিক্ষার মান ও পরিকাঠামোর বিচারে পুরনোদের তুলনায় অনেক পিছিয়ে নতুন IIT!

সম্প্রতি এমনই একটি রিপোর্ট পেশ করেছে Comptroller and Auditor General of India বা CAG। এছাড়াও, রিসার্চ পেপার পাবলিশ করার ক্ষেত্রেও বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তারা।

EiSamay.Com 29 Dec 2021, 4:19 pm
IIT News: সারা দেশের মোট ২৩টি IIT-র মধ্যে সর্বকনিষ্ঠ তারা। গত ২০০৮-০৯ সালে প্রতিষ্ঠিত হয় এই সব IIT-গুলি। কিন্তু,পরবর্তী সময়ে দেখা গেছে পড়াশোনা ও ছাত্র ভর্তির নিরিখে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুরনো IIT-গুলির তুলনায় বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয়, পরিকাঠামো,গবেষণা সহ বাকি সব বিষয়েই পিছিয়ে রয়েছে এই IITগুলি। সম্প্রতি এমনই একটি রিপোর্ট পেশ করেছে Comptroller and Auditor General of India বা CAG।
EiSamay.Com New IIT
প্রতীকী ছবি


এই IITগুলির মধ্যে রয়েছে IIT ভুবনেশ্বর, গান্ধীনগর, হায়দ্রাবাদ, ইন্দোর, যোধপুর, মণ্ডি, পাটনা ও রোপার। গত ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে এই IITগুলির কাজকর্মের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়। এবারের শীতকালীন অধিবেশনে সংসদে এই রিপোর্ট পেশ করা হয়। এই IITগুলিতে বাকি IITগুলির তুলনায় ছাত্র ভর্তির সংখ্যা বেশ কিছুটা কম। এছাড়াও, রিসার্চ পেপার পাবলিশ করার ক্ষেত্রেও বেশ কিছুটা পিছিয়ে রয়েছে এই IITগুলি। শিক্ষক ও ছাত্রের অনুপাতের মধ্যেও সামঞ্জস্য নেই বলেই অভিযোগ করা হয় এই রিপোর্টে।

প্রথম ছয় বছরে ১৮,৮৮০ জন পড়ুয়া ভর্তির কথা থাকলেও আটটি IIT মিলিয়ে শুধুমাত্র ৬,২২৪ জন পড়ুয়াই ভর্তি হয়েছে। এই নতুন IIT-গুলির মধ্যে ২০১৮-১৯ সালে ছাত্রভর্তির টার্গেট সম্পূর্ণ করেছে শুধুমাত্র IIT হায়দ্রাবাদ।

অন্যদিকে, ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে স্নাতকোত্তর পর্যায়ের কোর্সের ২৮ শতাংশ আসনই ফাঁকা ছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এর মধ্যে রিসার্চের ক্ষেত্রে শুধুমাত্র তিনটি IIT নির্দিষ্ট সংখ্যক ছাত্রভর্তি করে। ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে IIT ভুবনেশ্বরের মোট ৮০ শতাংশ PhD আসন খালি ছিল বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, IIT গান্ধীনগর ও হায়দ্রাবাদে ফাঁকা ছিল যথাক্রমে ৬৪ ও ১৭ শতাংশ আসন।

IIT প্লেসমেন্টে ১৬০-এর উপর পড়ুয়া পেলেন কোটি টাকার অফার
এছাড়াও, ছাত্র ও শিক্ষকদের মধ্যে অনুপাতও আশানরূপ নয় এই সকল IIT-গুলিতে। CAG-র তরফে জানানো হয় যে ছাত্র ও শিক্ষকদের মধ্যে অনুপাত সঠিক না থাকার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়াশোনার মান ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, চাপ বাড়ছে বাকি অধ্যাপকদের উপর। ফলে, ক্ষতিগ্রস্থ হচ্ছে গবেষণার কাজ।

তাক লাগানো প্লেসমেন্ট IIT Roorkee-র পড়ুয়াদের, বেতন ₹২ কোটিরও বেশি!
এছাড়াও, সংরক্ষিত আসনেও সঠিক পরিমাণ ছাত্র ভর্তি করা হচ্ছে না বলেই অভিযোগ। এছাড়াও, এই IIT গুলি বিগত বছরগুলিতে বেসরকারি কোনও প্রোজেক্টও হাতে পায়নি। রিসার্চ পেপার পাবলিশ করার ক্ষেত্রেও বাকি IITগুলির তুলনায় বেশ কিছুটা পিছিয়েই রয়েছে এই IITগুলি।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল