অ্যাপশহর

দিনে মাত্র ৩-৫ ঘণ্টার প্রস্তুতি, চমক NEET-শীর্ষে J&K-র তন্ময়ের

দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত ফলাফলের পর NEET UG পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লিতে চলে আসে জম্মু ও কাশ্মীরের তন্ময় গুপ্তা। এবছরের NEET পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে দেশের মধ্যে প্রথম সে।

EiSamay.Com 3 Nov 2021, 8:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান ও অঙ্কে ১০০ শতাংশ নম্বর পেয়েছিলেন জম্মু ও কাশ্মীরের তন্ময় গুপ্তা। বাবা ডঃ অক্ষয় গুপ্তা ও মা ডঃ শিভালি গুপ্তা দুজনেই ডাক্তার। দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত ফলাফলের পর NEET UG পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লিতে চলে আসে তন্ময়। নিজেদের একমাত্র সন্তানকে দূরে পাঠানোর সিদ্ধান্ত নেন তন্ময়ের বাবা-মা। এবছর সারা দেশের মধ্যে প্রথম হয়েছে তন্ময়। NEET পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পায় এই পড়ুয়া।
EiSamay.Com Tanmay Gupta (1)
ছবি সৌজন্যে: নবভারত টাইমস


জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি এসে রাজধানীর আর কে পুরমের DPS স্কুলে ভর্তি হয় তন্ময়।

তন্ময় বলেন, বাকি দেশের অন্যান্য রাজ্যের পড়ুয়াদের মতোই জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রীদের মধ্যেও প্রতিভা রয়েছে। নিজের সাফল্যের প্রসঙ্গে বলতে গিয়ে তন্ময় বলে, "স্কুলের পর প্রতিদিন তিন থেকে পাঁচ ঘণ্টা পড়াশোনা করতাম আমি। ছুটির দিন সাত থেকে আট ঘণ্টা।" প্রতি দিনের জন্য পড়ার টার্গেট সেট করতেন বলে জানিয়েছে তন্ময়।

দিল্লির মওলানা আজাদ মেডিক্যাল কলেজের মতো একটি অন্যতম শীর্ষ মেডিক্যাল কলেজে ভর্তির লক্ষ্য নিয়ে দিল্লিতে পা রাখে তন্ময়। নিজের এই সফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে তন্ময়। দেশের সেরা মেডিক্যাল কলেজ দিল্লির All India Institute of Medical Science -এ ভর্তি হতে চলেছে সে।

জীবনে সফলতার জন্য নিজের গণ্ডী ছেড়ে বেরোনোর পক্ষে সওয়াল করে এই কৃতি ছাত্র। সে বলে, "যদি আমি এই সাফল্য পেতে পারি, তাহলে যে কেউ এই সাফল্য পেতে পারে।"

মেডিক্যাল প্রবেশিকায় রাজ্যে প্রথম বাঁকুড়ার সৌম্যদীপ
নিজের অবসর সময়ে সাঁতার কাটতে ও টিভি দেখতে পছন্দ করে তন্ময়। কিন্তু, এই পরীক্ষার প্রস্তুতির জন্য সামাজিক মাধ্যম ও OTT প্ল্যাটফর্ম থেকে নিজেকে দূরে রাখে সে।

কলেজে আসন ফাঁকা! রাজ্যে ফের শুরু হচ্ছে ছাত্র ভর্তি
গত ১২ সেপ্টেম্বর সারা দেশ জুড়ে আয়োজিত হয় এই পরীক্ষা। সারা দেশের প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু বেশ কিছু বিতর্ক ও বম্বে হাই কোর্টের একটি রায়ের কারণে স্থগিত হয়ে যায় এই পরীক্ষার ফলাফল ঘোষণার প্রক্রিয়া। অবশেষে সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পর, সোমবার, ১ নভেম্বর, এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে MBBS কোর্সে ছাত্র ভর্তি করা হবে।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল