অ্যাপশহর

কী হবে পড়াশোনার ভবিষ্যৎ? চিন্তায় ইউক্রেন থেকে ফেরা পড়ুয়ারা

সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরেছেন বেশ কিছু পড়ুয়া। এখনও সেদেশে আটকে রয়েছে বহু পড়ুয়া। এই পরিস্থিতিতে নিজেদের কেরিয়ার নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন পড়ুয়ারা।

EiSamay.Com 1 Mar 2022, 10:16 pm
Russia-Ukraine Conflict: চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার ভারতীয় পড়ুয়া ইউক্রেনে পাড়ি দেন। বেশ কিছু কোর্স, বিশেষত MBBS পড়ার জন্য ইউক্রেনে পাড়ি দেন পড়ুয়ারা। তবে, গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হওয়া অচলাবস্থার কারণে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে বহু পড়ুয়া। এখনও কয়েক হাজার ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন এই যুদ্ধ বিধ্বস্ত দেশে। এই পরিস্থিতিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই সকল পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে।
EiSamay.Com Indian Students
নিজস্ব চিত্র


গত সপ্তাহে রুশ ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরেই, দেশ ছেড়ে পালাতে শুরু করেন মানুষ। ইউক্রেনের মূল শহরগুলি ছেড়ে দেশের পশ্চিম সিমান্তের দিকে পালাতে শুরু করেন ইউক্রেনে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকরা। এর মধ্যে রয়েছেন কয়েক হাজার ভারতীয় পড়ুয়া। যারা মূলত ডাক্তারি পড়তেই পূর্ব ইউরোপের এই দেশটিতে ভর্তি হয়েছিলেন।

ইউক্রেনে অবস্থিত সব ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। গত শনিবার থেকেই ভারত সরকারের তরফে শুরু হয়েছে পড়ুয়াদের উদ্ধার করার কাজ। ইতিমধ্যেই, দেশে ফিরিয়ে আনা হয়েছে কয়েক হাজার পড়ুয়াকে।

কত নম্বর পেলে তবেই বসা যাবে JEE Advanced পরীক্ষায়? জানা থাক পড়ুয়াদের
যে সকল পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির পর ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তাঁদের অন্যতম পছন্দের দেশ ইউক্রেন। এই দেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য দিতে হয়না NEET-এর মতো কোনও প্রবেশিকা পরীক্ষা। এছাড়াও, খুবই কম খরচে এই কোর্স করতে পারেন পড়ুয়ারা। শুধুমাত্র একটি পরীক্ষা পাশ করেই ভারতবর্ষে প্র্যাকটিস করার অনুমোদন পেয়ে যান পড়ুয়ারা।

পরীক্ষায় টুকলির অভিনব পন্থা? সার্জারির মাধ্যমে কানে ব্লুটুথ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ডাক্তারি পড়ুয়া
তবে, কোর্সের মাঝে পড়ুয়ারা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে এলেও, কবে তাঁরা ফের ইউক্রেনে ফিরে যেতে পারবেন, তার কোনও নিশ্চয়তা নেই। অন্যদিকে, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের ২০২১ সালের নিয়মাবলী অনুযায়ী, বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে MBBS কোর্সের মাঝে দেশে ফিরে ভারতের কোনও কলেজে ভর্তি হবে পারবেন না পড়ুয়ারা। তবে, কোর্স শেষ করে দেশে ফিরে প্র্যাকটিস করতে পারবে পড়ুয়ারা।

পরের খবর