অ্যাপশহর

প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য নবম ও দশমের পড়ুয়াদের আসতে হবে না স্কুলে, সিদ্ধান্ত CBSE-র

ছাত্রছাত্রীদের স্কুলে আসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল Central Board of Secondary Education বা CBSE। প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য এবার থেকে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার প্রয়োজন নেই।

EiSamay.Com 3 Nov 2021, 5:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধিরে ধিরে ছন্দে ফিরছে গোটা দেশ। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে খুলেছে স্কুল ও কলেজ। আগামী ১৬ নভেম্বর থেকে খুলতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। এর মধ্যে ছাত্রছাত্রীদের স্কুলে আসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল Central Board of Secondary Education বা CBSE। এবার থেকে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য স্কুলে আসার প্রয়োজন নেই বলেই জানিয়ে দিল বোর্ড।
EiSamay.Com CBSE Students 1
প্রতীকী ছবি


বিজ্ঞানের বেশ কিছু অ্যাসাইনমেন্ট, যেমন সাব্লিমেশন, ফিল্ট্রেশন ও ইভাপোরেশনের জন্য এবার থেকে আর স্কুলে আসতে হবে না পড়ুয়াদের। এই ধরণের পরীক্ষা নিরিক্ষা সহ আরও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলি বাড়িতে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে করতে পারবে। এই ধরণের কাজের জন্য CBSE বোর্ডের নির্দেশক ভিডিয়ো ও লিখিত টেক্সটের সাহায্যও নিতে পারবে পড়ুয়ারা।

সাব্লিমেশন, ফিল্ট্রেশন ও ইভাপোরেশনের মতো পরীক্ষার জন্য পড়ুয়াদের প্ল্যাস্টিকের বোতল, ইনসুলেশন টেপ, তুলো, রুলার ও চায়ের চামচ, নুন, বালি ও আইস্ক্রিম স্টিকের প্রয়োজন পড়বে।

বোর্ডের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। অধিকাংশ রাজ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হয়েছে স্কুল। কিন্তু স্কুল খুললেও বহু ক্ষেত্রেই স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুব কম। অভিভাবকদের মধ্যে করোনা নিয়ে ভয়ও এই কম উপস্থিতির হারের জন্য দায়ি বলে মনে করা হচ্ছে।

করোনা অতিমারীর সময় স্কুল বন্ধ থাকার দরুন নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইন প্ল্যাটফর্ম OLab-এর মাধ্যমে এই প্র্যাক্টিক্যাল অ্যাসাইনমেন্টগুলি করানো হত।

শীঘ্রই প্রকাশিত হবে CBSE টার্ম ১-এর অ্যাডমিট কার্ড, জানুন ডাউনলোডের পদ্ধতি
এবার থেকে বাড়িতেই এই ধরণের পরীক্ষাগুলি করে তাঁদের অভিজ্ঞতাগুলি খাতায় লিপিবদ্ধ করতে পারবে পড়ুয়ারা। তবে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে কিনা, এই বিষয়ে এখনও কোন কিছু স্পষ্ট করে জানানো হয়নি CBSE-র তরফে।

প্রকাশিত CTET পরীক্ষার স্যাম্পেল পেপার, জানুন কী ভাবে করবেন ডাউনলোড
আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজ। তার আগে এই বিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সব রকমের Covid-19 গাইডলাইন মেনেই খোলা হবে স্কুল ও কলেজ।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল