অ্যাপশহর

CBSE Term 1: পরীক্ষার সময়সূচী নিয়ে ক্ষোভ পড়ুয়াদের মধ্যে

গত ১৮ অক্সটোবর CBSE টার্ম ১ পরীক্ষার সময়সূচী ঘোষণা করে বোর্ড। এই সময়সূচী ঘোষণা হওয়ার হওয়ার পর থেকেই ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। তাঁদের দাবি পরীক্ষার মাঝে খুবই কম সময় দেওয়া হয়েছে।

EiSamay.Com 24 Oct 2021, 12:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ঘোষণা করা হয়েছে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ। মেজর ও মাইনর দুই বিষয়গুলির পরীক্ষার জন্য দুটি আলাদা সময়সূচী ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। তবে, এই সময়সূচী ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। পড়ুয়াদের দাবি, গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝে খুবই কম সময় দেওয়া হয়েছে।
EiSamay.Com CBSE
প্রতীকী ছবি


অন্যদিকে, এই সময়সূচীকে স্বাগত জানিয়েছেন স্কুলের অধ্যক্ষরা। তাঁদের বক্তব্য, এটি একটি অত্যন্ত ব্যালেন্স করা টাইমটেবিল। তাঁদের বক্তব্য, পরিকল্পনা করেই এই টাইমটেবিল বানিয়েছে বোর্ড। এই টাইম টেবিলের ফলে ছাত্রছাত্রীরা ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে বলে জানিয়েছে বেশ কিছু স্কুলের অধ্যক্ষ। এছাড়াও, পরীক্ষার নতুন ধরণের সঙ্গে খাপ খাইয়ে নিতেও পড়ুয়াদের কোনও অসুবিধে হবে না বলেই মত শিক্ষকদের একাংশের।

এক বেসরকারি স্কুলের অধ্যক্ষের মতে, এই বছর প্রথম থেকেই পরিকল্পনা করে তা স্কুলগুলিকে জানিয়েছে বোর্ড। ফলে শিক্ষক ও পড়ুয়া উভয়ই এই পরীক্ষার যথাযথ প্রস্তুতি নিতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। তাঁর মতে, যেহেতু এই পরীক্ষায় সিলেবাসের ৫০ শতাংশ থেকে প্রশ্ন করা হবে, তাই ছাত্রছাত্রীদের কাছে প্রস্তুতি নেওয়ার বহু সময় রয়েছে। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১ মাস আগে এই ডেটশিট প্রকাশ করেছে বোর্ড। ফলে, আশা করাই যায়, ছাত্রছাত্রীরা সঠিক প্রস্তুতি নিয়েই এই পরীক্ষায় বসবেন।

কিন্তু শিক্ষক বা স্কুলের অধ্যক্ষরা এই ডেটশিট নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, এই সময়সূচী নিয়ে ক্ষোভ রয়েছে এক শ্রেণির পড়ুয়ার মধ্যে। পরীক্ষার মাঝে ছুটি নিয়ে রয়েছে এই ক্ষোভ। এক পড়ুয়া বলেন, সায়েন্স ও অঙ্কের পরীক্ষার মাঝে মাত্র একদিনের ছুটি দিয়েছে বোর্ড। দুটোই খুব কঠিন বিষয় বলে দাবি করেন সেই পড়ুয়া।

বাবা দিনমজুর! প্রথমবারেই IIT-র পথে ১৭ বছরের পড়ুয়া
এই বিষয়টিকে খুব একটা আমল দিতে রাজি নন বেশিরভাগ স্কুলের অধ্যক্ষরা। তাঁদের দাবি, এই বছর অবজেক্টিভ প্রশ্ন হওয়ার ফলে সারা বছর ধরে পড়ুয়াদের এই পরীক্ষার প্রস্তুতি করানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন একাধিক স্কুলের অধ্যক্ষরা।

এই বছরের টার্ম ১-এর পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন করা হবে পড়ুয়াদের। নতুন ধরণের এই প্রশ্নের জন্য ইতিমধ্যেই নিজেদের তৈরি করতে শুরু করে দিয়েছে পড়ুয়া ও শিক্ষকরা। শিক্ষক ও পড়ুয়া উভয়ই এই পরিক্ষাকে খুবই গুরুত্ব সহকারে বিচার করছেন। স্কুলগুলিতে জোর কদমে শুরু হয়েছে এই পরীক্ষার প্রস্তুতি।

ICSE-ISC পরীক্ষা অফলাইনেই, প্রথম সেমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা
প্রথম টার্মটি শেষ হওয়া ও দ্বিতীয় টার্ম শুরু হওয়ার মধ্যে ৩-৪ মাস সময় পাবে পড়ুয়ারা। এই সময়ের মধ্যে সিলেবাসের বাকি ৫০ শতাংশের প্রস্তুতি নিতে হবে তাদের।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল