অ্যাপশহর

বাড়িতে বসেই চলছে পরীক্ষা, উত্তরপত্র জমা নিয়েই চিন্তা

স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছ'লাখ। তবে সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলির ছাত্রছাত্রীদের নিয়ে। তবে বিশ্ববিদ্যালয়ের তরফেই জরুরিকালীন হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি দিয়ে রেখেছে। কন্ট্রোল রুমের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা সবসময়ই নজর রাখছেন বলে জানা গিয়েছে।

EiSamay.Com 1 Oct 2020, 3:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আবহেই শুরু হয়েছে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার ও চূড়ান্ত বর্ষের পরীক্ষা। অতিমারীর সময় বাড়ি বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উত্তরপত্র জমা কীভাবে দেওয়া হবে, অনলাইনে আপলোড করতে গিয়ে নেট সমস্যা- এসব নিয়ে উদ্বেগের শেষ নেই। আর সেই চিন্তা নিয়েই বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে পরীক্ষা।
EiSamay.Com exam from home
বাড়ি থেকে বসেই এবার পরীক্ষা দিতে হচ্ছে পড়ুয়াদের। ছবি জয় সাহা


তবে বিশ্ববিদ্যালয়ের তরফেই জরুরিকালীন হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি দিয়ে রেখেছে। কন্ট্রোল রুমের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা সবসময়ই নজর রাখছেন বলে জানা গিয়েছে। পরীক্ষা শুরুর আধঘন্টা আগেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে।

স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছ'লাখ। তবে সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলির ছাত্রছাত্রীদের নিয়ে। সেইসব কথা ভেবেই সুন্দরবনের হাজি দেশরত কলেজের অধ্যক্ষ তরুণ মণ্ডল বলছেন, 'যে সব দ্বীপে আমাদের পড়ুয়া আছেন, সেই সব দ্বীপে একজন করে শিক্ষাকর্মী থাকবেন। কোনও পড়ুয়ার অনলাইনে উত্তরপত্র পাঠাতে সমস্যা হলে, তাঁরা শিক্ষাকর্মীদের কাছেই খাতা জমা দিতে পারবেন। তা ছাড়া যে কোনও সমস্যায় পড়ুয়ারা শিক্ষকদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন।' কাকদ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর দাসের কথায়, 'নামখানা, সাগর এবং রাক্ষসখালি থেকে আজও পড়ুয়াদের ফোন এসেছে আমার কাছে। তাদের বলেছি, তোমরা কলেজের কাছে কোথাও বসে পরীক্ষা দিয়ে দুটোর পর ক্যাম্পাসে এসে খাতা জমা দিলেই হবে।'

আজ শুরু পরীক্ষা, উত্তরপত্র জমা নিয়েই চিন্তা


জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে-

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল