অ্যাপশহর

পড়ুয়াদের পাশে Oppo, মিলবে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ

এই কাজের জন্য ইতিমধ্যেই দিল্লি IIT-র সঙ্গে একটি MoU স্বাক্ষর করেছে এই সংস্থা। এর মাধ্যমে, বাছাই করা পড়ুয়াদের পড়াশোনার খরচ যোগাবে এই সংস্থা। প্রথম বর্ষের পড়ুয়াদের JEE র‍্যাঙ্ক অনুযায়ী এই স্কলারশিপ প্রদান করা হবে।

EiSamay.Com 7 Dec 2021, 12:56 pm
OPPO Scholarship: বিশ্বের অন্যতম স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা OPPO। এবার, এক অভিনব উদ্যোগ গ্রহণ করল এই সংস্থা। সোমবার, Genius+ নামক এই প্রোগ্রামের উদ্বোধন করা হয় সংস্থার তরফে। এই প্রোগ্রামের মাধ্যমে, মেধাবী পড়ুয়াদের,IIT সহ দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করার জন্য স্কলারশিপ প্রদান করা হবে। এই কাজের জন্য ইতিমধ্যেই দিল্লি IIT-র সঙ্গে একটি MoU স্বাক্ষর করেছে এই সংস্থা। এর মাধ্যমে, বাছাই করা পড়ুয়াদের পড়াশোনার খরচ যোগাবে এই সংস্থা। এই নতুন প্রোগ্রামটি দেশের যুবসমাজের সশক্তিকরণের উদ্দেশ্যে করা হয়েছে বলে জানিয়েছে OPPO।
EiSamay.Com Oppo.
প্রতীকী ছবি


প্রথম বর্ষের পড়ুয়াদের JEE র‍্যাঙ্ক অনুযায়ী এই স্কলারশিপ প্রদান করা হবে। এরপর, স্কলারশিপ প্রাপ্ত পড়ুয়ার যদি ৮.০ (CGPA) থাকে তবে দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সেই পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করা হবে। এই ছাত্রের পড়াশোনার অগ্রগতির বিষয়টি দেখার জন্য একজন প্রতিনিধি নিয়োগ করবে OPPO। সেই প্রতিনিধি ক্যাম্পাসে এসে পড়ুয়াদের পড়াশোনার বিষয়ের খোঁজখবর রাখবেন।

[আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ, বন্ধ করা হতে পারে কর্নাটকের স্কুল!]


তবে শুধুমাত্র স্নাতকস্তরের পড়ুয়াদেরই নয়। স্নাতকোত্তর ও PhD পাঠরত পড়ুয়াদেরও এই স্কলারশিপ প্রদান করবে OPPO। এই Genius+ প্রোগ্রামের মাধ্যমে, দেশের যুবসমাজের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি, দেশের মেধাবী পড়ুয়াদের কাছে পৌঁছে যাওয়াই এই প্রোগ্রামের লক্ষ্য।

প্রফেশন্যালদের বিজনেস ও কর্পোরেট আইন পড়াবে IIM কলকাতা!
এছাড়াও, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণাকে উৎসাহ দিতে IIT হায়দেরাবাদের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে এই সংস্থা। যৌথ গবেষণারর মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে, ক্যামেরা ও ইমেজ প্রোসেসিং, ব্যাটারি, নেটওয়ার্ক, সিস্টেম পারফর্ম্যান্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নতুন প্রযুক্তি তৈরি করার কাজ করছে এই সংস্থা। পড়াশোনা ছাড়াও, দেশের স্টার্ট-আপগুলিকে উৎসাহ যোগাতে 'Elevate' নামক একটি প্রোগ্রাম লঞ্চ করেছে এই সংস্থা।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল