অ্যাপশহর

NEET পরীক্ষার দিন পরিবর্তন নয়, জানিয়ে দিল শিক্ষা মন্ত্রক

ছাত্রছাত্রীদের অভিযোগ, সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি পরীক্ষা প্রায় এক সঙ্গে পড়েছে। কাজেই, সবকটি পরীক্ষার প্রস্তুতি এক সঙ্গে নেওয়া সম্ভব হচ্ছে না বলে তাঁদের দাবি।

EiSamay.Com 28 Aug 2021, 9:39 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী সেপ্টেম্বর মাসের 12 তারিখেই সারা দেশ জুড়ে আয়োজিত হতে চলেছে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2021। বেশ কিছুদিন ধরেই এই পরীক্ষা পেছোনোর দাবিতে সরব হয়েছিলেন এক শ্রেণির পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ, সেপ্টেম্বর মাসেই NEET পরীক্ষা ছাড়াও আরও বেশি কিছু পরীক্ষা রয়েছে। আর সব পরীক্ষার ধরণ আলাদা। কাজেই এক সঙ্গে সব পরীক্ষার প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন পরীক্ষার্থীরা। তাই পরীক্ষা অন্তত 60-70 দিন পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন তাঁরা।
EiSamay.Com NEET Exam
প্রতীকী ছবি


[আরও পড়ুন: কোন শহরে পড়েছে NEET 2021-এর সিট? জেনে নিন এক ক্লিকে]

ছাত্রছাত্রীদের দাবি, অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা রয়েছে আগামী 3, 6 ও 7 সেপ্টেম্বর। এছাড়াও CBSE বোর্ডের রসায়ন পরীক্ষা রয়েছে 6 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 7 থেকে 9 তারিখ পর্যন্ত রয়েছে Indian Council of Agricultural Research-এর সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। এছাড়াও সেপ্টেম্বরের ৯ তারিখেই CBSE-র ভৌত বিজ্ঞান পরীক্ষা রয়েছে। অন্যদিকে 13 তারিখ রয়েছে CBSE-র অঙ্ক পরীক্ষা। কাজেই, ছাত্রছাত্রীদের দাবি, এত পরীক্ষা এক সঙ্গে থাকার কারণে কোনও পরীক্ষার প্রস্তুতিই সঠিক ভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। কাজেই NEET পিছিয়ে অক্টোবরে নেওয়ার দাবি জানান তাঁরা। কিন্তু, শিক্ষা মন্ত্রক ছাত্রছাত্রীদের সেই দাবি খারিজ করে দিয়েছে বলেই সূত্রের খবর।

মন্ত্রকের এক আধিকারিক জানান যে ইতিমধ্যেই এক মাসের উপর পিছিয়েছে এই পরীক্ষা। আরও পেছোলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে এই পরীক্ষা। এবছর প্রায় 16 লাখের উপর পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ডাক্তারি ছাড়াও মেডিক্যাল সায়েন্সের আরও বেশ কিছু বিষয়ে ছাত্র ভর্তি করা হবে এই পরীক্ষার মাধ্যমে।

অগাস্ট মাসের 1 তারিখ এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের কারণে এই পরীক্ষার অনলাইন আবেদনের প্রক্রিয়াই শুরু করা যায়নি। মন্ত্রকের এক আধিকারিক জানান যে এই পরীক্ষার আয়োজন করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। দীর্ঘ সময়ের প্রস্তুতি লাগে এই ধরণের সর্বভারতীয় পরীক্ষা একবার আয়োজন করতে। এছাড়াও, নিরাপত্তা এই পরীক্ষার একটা বড় বিষয় বলে জানান সেই আধিকারিক। 16 লাখের উপর পরীক্ষার্থীদের এক দিনের পরীক্ষার জন্য অন্তত পক্ষে ৯০ দিন ধরে তার আয়োজন চলে বলে দাবি করেন সেই আধিকারিক। ফলে, একবার দিন পাল্টানো মানে ফের অন্তত 60 দিনের প্রস্তুতি।
একসঙ্গে অনেক পরীক্ষা, NEET পিছতে আর্জি পড়ুয়াদের
শহরে তাঁদের পরীক্ষার সিট পড়ছে, তা পরীক্ষার্থীদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে NTA। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে অনলাইনে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড বণ্টন করার কাজ শুরু করবে NTA।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল