অ্যাপশহর

এগোচ্ছে দেশ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কমল ছেলে-মেয়ের ব্যবধান

উচ্চ শিক্ষায় ছাত্রীদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে উচ্চ শিক্ষায় ছেলে-মেয়ের ব্যবধান কমে গিয়েছে অনেকটা। যা আখেরে দেশের জন্য অত্যন্ত সুখবর।

EiSamay.Com 11 Jun 2021, 2:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উচ্চ শিক্ষার ক্ষেত্রে কমছে ছেলে-মেয়ে ব্যবধানের হার। যা ইঙ্গিত দিচ্ছে এক সুস্থ সমাজের। একটি সমীক্ষার রিপোর্ট বলছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মেয়েদের হার বর্তমানে রয়েছে ৪৯ শতাংশ।
EiSamay.Com college
ফাইল ফটো


বৃহস্পতিবার সামনে আসা সমীক্ষার রিপোর্ট মোতাবেক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মোট শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১.৪ শতাংশ। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের তুলনায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে এই পরিমাণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এই সময়ের মধ্যে ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৮.২ শতাংশ।

এই সমীক্ষায় দেখা গিয়েছে, উচ্চ শিক্ষায় ভর্তিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৮.৫ মিলিয়ন। এর মধ্যে ১৯.৬ মিলিয়ন ছাত্র ও ১৮.৯ মিলিয়ন ছাত্রী রয়েছে। যোগীরাজ্য়ে উচ্চ শিক্ষায় ভর্তি সর্বাধিক। এরপরে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু।

একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সংসদের
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, মেয়েদের শিক্ষা, অনগ্রসর শ্রেণির মেয়েদের স্কুলমুখী করে তুলতে কেন্দ্র যেভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে, তার ফলেই এই ফলাফল সামনে এসেছে।

নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন, ২০১৪-১৫-তে পিএইচডি করা শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১.১৭ লাখ। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এই সংখ্য়া দাঁড়িয়েছে ২.০৩ লাখে। অর্থাৎ শেষ পাঁচ বছরে পিএইচডি করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে এ সব সম্ভব হয়েছে'।

পরীক্ষায় পড়ুয়াদের সাহায্যে Telegram গ্রুপ! বন্ধ করতে চিঠি দিল্লি বিশ্ববিদ্যালয়ের
উল্লেখ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিসংখ্যান যথেষ্ট আশানুরূপ হলেও, করোনা পরিস্থিতিতে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে নীচু স্তরের পড়াশোনা। প্রায় বেশিরভাগ স্কুলে অনলাইনে পড়াশুনা চললেও বহু অভাবী শিক্ষার্থী শিক্ষা জগৎ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও কত শতাংশ পড়ুয়া যে বিদ্যালয়ে ফিরে আসবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল