অ্যাপশহর

পরীক্ষায় টুকলির অভিনব পন্থা? সার্জারির মাধ্যমে কানে ব্লুটুথ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ডাক্তারি পড়ুয়া

ইন্দোরের মহাত্মা গান্ধী মেডিক্যাল কলেজের এক পড়ুয়া MBBS কোর্সের অন্তিম বর্ষের পরীক্ষায় টুকলি করার সময় হাতেনাতে ধরা পড়ে যান। গত এগারো বছর ধরে এই কলেজে পড়াশোনা করছেন এই পড়ুয়া। এবছরই ছিল তাঁর পরীক্ষায় পাশ করার শেষ সুযোগ।

EiSamay.Com 28 Feb 2022, 2:57 pm
পরীক্ষায় টুকলি করার এক অভিনব পন্থা অবলম্বন করল MBBS-এর অন্তিম বর্ষের এক পড়ুয়া। সার্জারির মাধ্যমে নিজের কানে ব্লু টুথ ডিভাইস ফিট করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেন তিনি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সেখানকার মহাত্মা গান্ধী মেডিক্যাল কলেজের সেই পড়ুয়া টুকলি করার সময় হাতেনাতে ধরা পড়ে যান পরীক্ষার কেন্দ্রে উপস্থিত আধিকারিকদের কাছে।
EiSamay.Com bluetooth device
প্রতীকী ছবি


১১ বছর আগে MBBS কোর্স করতে মেডিক্যাল কলেজে ভর্তি হন সেই পড়ুয়া। কিন্তু কিছুতেই অন্তিম বর্ষের পরীক্ষায় পাশ করতে পারছিলেন না তিনি। এবছরই তাঁর পরীক্ষায় পাশ করার শেষ সুযোগ ছিল বলেই জানান মহাত্মা গান্ধী মেডিক্যাল কলেজের এক আধিকারিক। কাজেই এবছর পাশ করার মরিয়া চেষ্টা থেকেই এই কান্ডটি তিনি ঘটিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

কলেজের অন্তিম বর্ষের জেনারেল মেডিসিনের পরীক্ষা চলাকালীন এই ঘটনাটি ঘটে। আরও ৭৮ জন পরীক্ষার্থীর সঙ্গে এই পরীক্ষায় বসেছিলেন তিনি। তখনই দেবী অহল্যা বাই বিশ্ববিদ্যালয়ের ফ্লাইং স্কোয়াডের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। এই দলটির নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রচনা ঠাকুর।

দল এক সদস্য সেই পড়ুয়ার তল্লাশি নিতেই সেই পড়ুয়ার প্যান্টের ভিতরের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেন। ফোনটি অন অবস্থায় উদ্ধার করা হয় ও সেটি একটি ব্লু টুথ ডিভাইসের সঙ্গে কনেক্ট করা ছিল। তবে পড়ুয়ার কাছ থেকে কোনও ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা সম্ভব হয়নি।

তাঁকে এই বিষয়ে লাগাতার প্রশ্ন করা হলে সেই পড়ুয়া স্বীকার করেন যে একজন ENT সার্জন তাঁর কানের ভিতরে একটি মাইক্রো ব্লুটুথ ডিভাইস ফিট করে দিয়েছেন। এছাড়াও, অন্য এক পড়ুয়ার কাছ থেকেও একটি ব্লুটুথ ডিভাইস খুঁজে পান সেই দলের সদস্যরা। তবে সেই পড়ুয়ার দাবি, সার্জারিরর মাধ্যমে নয়, একটি পিনের মাধ্যমে সেটি বের করা সম্ভব।

National Science Day: জানুন রাষ্ট্রীয় বিজ্ঞান দিবসের অজানা অনেক তথ্য
বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাল এক্সামিনেশন কমিটির কাছে এই দুটি ডিভাইস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এই কমিটি।

ইউটিউবের সাহায্যে পড়াশোনা! NEET পাশ করে ডাক্তার হচ্ছে প্রত্যন্ত কাশ্মীরের তুফাইল আহমেদ
পরীক্ষার ক্ষেত্রে টুকলির এই ধরণের পন্থা অবলম্বন নতুন কিছু নয়। এর আগেও বহু চাকরির পরীক্ষার ক্ষেত্রে জুতো, মোজা এমনকি পরচুলার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ডিভাইস নিয়ে আসার উদাহরণ রয়েছে। বহু ক্ষেত্রেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই ধরা পড়ে যান পরীক্ষার্থীরা। বাতিল হয় পরীক্ষার্থীর পরীক্ষা। কিন্তু তাতেও যে এই ধরণের টুকলির প্রবণতায় যে হ্রাস টানা সম্ভব হয়নি তা এই ঘটনাতেই প্রমাণিত।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল