অ্যাপশহর

CAT Exam 2021: পরীক্ষার দিন মানতে হবে কোন কোন নিয়ম? জানুন

সারা দেশের ১৫০টির উপর টেস্ট সেন্টারে এই পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালীন মাস্ক ব্যবহার করতে হবে ও সামাজিক দূরত্ব বজায় হবে। এছাড়াও, ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার।

EiSamay.Com 26 Nov 2021, 7:49 pm
CAT Exam 2021: আগামী ২৮ নভেম্বর সারা দেশ জুড়ে আয়োজিত হবে CAT পরীক্ষা। করোনা আবহের মধ্যে আয়োজিত হওয়ার কারণে, সব রকমের Covid-19 গাইডলাইন মেনেই এই পরীক্ষা গ্রহণ করা হবে। সারা দেশের ১৫০টির উপর টেস্ট সেন্টারে এই পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সব রকমের গাইডলাইন মেনেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলাকালীন মাস্ক ব্যবহার করতে হবে ও সামাজিক দূরত্ব বজায় হবে। এছাড়াও, ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার।
EiSamay.Com Competitive exam Students
প্রতীকী ছবি


সারাদিন ধরে মোট তিনটি সেশনে এই পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথমে হবে মর্নিং সেশন, তারপর দুপুরের সেশন ও সব শেষে হবে সন্ধ্যের সেশন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার দিন অবশ্যই, অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। CAT পরীক্ষার সরকারি ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

কোন পরীক্ষার্থীকে কখন পরীক্ষা কেন্দ্রে আসতে হবে, সেই তথ্য অ্যাডমিট কার্ডেই প্রদান করা হয়েছে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, অ্যাপ্লিকেশন নম্বর, পরীক্ষাকেন্দ্রের সব তথ্য প্রদান করা হয়েছে।

এবার IIM আহমেদাবাদে পড়ানো হবে গীতা, কোর্স ফি ৬৪,০০০!
আসুন এবার দেখে নেওয়া যাক, এই পরীক্ষায় বসার জন্য কোন কোন গাইডলাইন মেনে চলতে হবে।
  • পরীক্ষার দিন, অ্যাডমিট কার্ড ও সচিত্র পরিচয়পত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে প্রার্থীদের।
  • এছাড়াও, মাস্ক, স্যানিটাইজার ও স্ক্রাইব থাকলে সেই হলফনামা নিয়ে উপস্থিত হতে হবে।
  • মেডিক্যাল ইমারজেন্সি ছাড়া ব্রেক নেওয়ার অনুরোধ করার থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে প্রার্থীদের।
  • মোটা সোলের জুতো ও বড় বোতামের পোশাক পড়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে প্রার্থীদের।
  • এছাড়াও, গয়না ও কোনও রকমের ধাতব পদার্থ পরিধান করার থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে প্রার্থীদের।
  • পরীক্ষার কেন্দ্রের ভিতর মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, পেন ও ওয়ালেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  • পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পেন ও লেখার প্যাড প্রদান করা হবে।
GATE ২০২২: মক টেস্টের লিঙ্ক চালু করল IIT খড়গপুর
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা শুরুর আগে, স্ক্রিনে আসা সব নির্দেশিকা ভালো করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে পরীক্ষার্থীদের। শুধুমাত্র পরীক্ষা শেষ হওয়ার পরই পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনোর অনুমতি প্রদান করা হবে প্রার্থীদের। পরীক্ষা কেন্দ্র ছাড়ার পূর্বে অ্যাডমিট কার্ড ও পেন একটি বাক্সের ভিতর ফেলে দিতে হবে পরীক্ষার্থীদের।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল