অ্যাপশহর

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ৪ বিষয়ে MA পড়া যাবে, ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভর্তি

কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে ইংরেজি, বাংলা, শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাসে MA-তে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে নতুন ভর্তির জন্য ফর্ম পূরণ শুরু হবে ২ নভেম্বর থেকে।

EiSamay.Com 29 Oct 2020, 11:56 am
এই সময়: নদিয়ার কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ (২০২০-২১) থেকেই পঠনপাঠন শুরু হচ্ছে। প্রথম বছরে স্নাতকোত্তর স্তরে ইংরেজি, বাংলা, শিক্ষাবিজ্ঞান (এডুকেশন) এবং ইতিহাস বিষয়ে পড়াশোনা শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায়। ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উদ্বোধন করবেন কর্তৃপক্ষ। ৩ থেকে ১৬ নভেম্বর সংশ্লিষ্ট চারটি বিষয়ে ভর্তির জন্য পড়ুয়ারা www.kanyashreeuniversity.in -এ আবেদন করতে পারবেন। ২০ নভেম্বর মেধাতালিকা প্রকাশিত হবে। বিকাশ ভবন সূত্রে খবর, চারটি বিষয়ে পড়াশোনা শুরু হলেও আসন সংখ্যা নির্ভর করছে মোট কত সংখ্যক ছাত্রী আবেদন করেন, তার উপরে। কৃষ্ণনগরের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে আপাতত ক্লাস শুরু হবে।
EiSamay.Com student
প্রতীকী ছবি


এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ৬৮টি বিভাগের ফল বেরোল বুধবার। কর্তৃপক্ষের তরফে হোয়াট্যাসঅ্যাপ বার্তায় এ কথা জানানো হয়। কিন্তু অনেক রাত অবধি নানা বিষয়ের পড়ুয়াদের একাংশ ফল বা নম্বর জানতে পারেননি বলে অভিযোগ। সূত্রের খবর, একেবারে এতগুলি বিভাগের এত জন পড়ুয়ার এক সঙ্গে ফলপ্রকাশে কিছু সমস্যা হয়েছে। গেজেট আকারে বিভাগীয় প্রধানদের মেল করা হচ্ছে। আজকালের মধ্যেই সব ছাত্রছাত্রী জেনে যাবেন। শিক্ষকদের একাংশ আবার দাবি করেছেন, যে ২১টি কলেজে স্নাতকোত্তর পড়ানো হয়, সেগুলির অধিকাংশেই পড়ুয়াদের ঢালাও নম্বর দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের পড়ুয়ারা কম নম্বর পেয়েছেন। ফলে বৈষম্য তৈরি হয়েছে।

আরও পড়ুন: উৎসবের পর্ব মিটলেই মিড সেমেস্টারের পরীক্ষা

অন্য দিকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, স্নাতক স্তরের চূড়ান্ত সেমেস্টারের সব বিষয়ের ফলপ্রকাশই সম্পূর্ণ | স্নাতকোত্তর পর্যায়ের ১৯টি বিষয়ের ফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে| আরও ১১টি কোর্সের ফল শীঘ্রই বেরোবে।

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল