অ্যাপশহর

নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, JNU-তে ভর্তি এবার থেকে CUCET-এর মাধ্যমে

গত ২২ মার্চ ২০২১, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৭ তম বৈঠক হয়। সেই বৈঠকে হওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

EiSamay.Com 13 Jan 2022, 4:38 pm
JNU Entrance Exam: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ায় আনা হয়েছে বেশ কিছু বদল। আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে Common Universities Entrance Test বা CUCET-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করল JNU কর্তৃপক্ষ। বুধবার, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
EiSamay.Com JNU
প্রতীকী ছবি


এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। বিবৃতিতে বলা হয় যে এখন থেকে National Testing Agency বা NTA আয়োজিত CUCET পরীক্ষার মাধ্যমেই JNU-তে ছাত্র ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। NTA যখনই এই পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নেবে, তখনই JNU-তে ছাত্রভর্তি করা হবে। গত ২২ মার্চ ২০২১ কাউন্সিলের ১৫৭ তম বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে।

এতদিন, নিজস্ব প্রবেশিকা পরীক্ষা JNUEE-র মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ছাত্রভর্তি করার জন্য এই পরীক্ষা গ্রহণ করা হত। কিন্তু, এবারের এই সিদ্ধান্তের ফলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটল JNU। তবে, কীভাবে এই পদ্ধতির মাধ্যমে ছাত্রভর্তি করা হবে, সেই বিষয়ে এখনই কিছু নিশ্চিতভাবে জানায়নি বোর্ড। তবে, খুব শীঘ্রই বিস্তারিত প্রক্রিয়ার কথা ঘোষণা করা হবে বলে JNU সুত্রে খবর।

পুরুষ বন্ধুর সঙ্গে দূরত্ব রাখতে হবে! নয়া নির্দেশে বিতর্কে JNU
বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের ভিত্তিতে ডিন অফ স্কুলস, সেন্টার চেয়ারপার্সন এক্সটার্নাল মেম্বার সহ কাউন্সিলের সদস্যদের একটা বড় অংশের মত, এই CUTET পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের মধ্যে একটি সামঞ্জস্য বজায় থাকবে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসার চাপ থেকেও পড়ুয়ারা মুক্তি পাবেন।

'রাম কে নাম' ডকুমেন্টরির প্রদর্শনী নিয়ে JNU-তে তুঙ্গে কর্তৃপক্ষ-পড়ুয়া সংঘাত
CUCET পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতক, স্নাতকোত্তর ও রিসার্চের কোর্সের জন্য ছাত্র ভর্তি করা হয়ে থাকে। ২০১০ থেকে শুরু হওয়া এই পরীক্ষার দায়িত্বভার প্রথম থেকেই রাজস্থান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপরেই ছিল। ২০২০ পর থেকে National Testing Agency-কে এই পরীক্ষা গ্রহণ করার দায়িত্ব দেওয়া হয়।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল