অ্যাপশহর

JEE Main 2022: ‘বদলে গেছে উত্তরপত্র’, আদালতে মামলা জয়েন্ট পরীক্ষার্থীর

বদলে গেল পরীক্ষার উত্তরপত্র। এর আগে প্রশ্নপত্র বদলে যাওয়ার ঘটনা দেশে একাধিকবার দেখা গিয়েছে। কিন্তু উত্তরপত্র বদলে যাওয়ার ঘটনা এই প্রথম। দিল্লির এক পরীক্ষার্থীর পরিবারের অভিযোগ, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় দেওয়া দুটো রেসপন্স শিটের উত্তরের মধ্যে কোনও মিল নেই। এই অভিযোগ জানিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলাও করেছেন তাঁরা।

Produced byDebnil Saha | Lipi 16 Aug 2022, 3:20 pm
জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় তাঁর দেওয়া উত্তরগুলোই বদলে গেছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দিল্লির এক পরীক্ষার্থী। তাঁর বাবার অভিযোগ, ছেলের নামে দুটো আলাদা রেসপন্স শিট দেওয়া হয়েছে। এই রেসপন্স শিটে পড়ুয়ার দেওয়া উত্তরগুলো দেখা যায়। আর এই বিভ্রাটের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দায়ী করছে পরীক্ষার্থীর পরিবার।
EiSamay.Com Jee Main 2022 Banner (1)


পরীক্ষার্থীর বাবার দাবি, 3 অগাস্ট তাঁরা যে রেসপন্স শিট ডাউনলোড করেছিলেন, তার সঙ্গে 4 তারিখে ওয়েবসাইটে দেওয়া উত্তরের কোনও মিল নেই। এ নিয়ে গরমিলের অভিযোগ এনে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন তাঁরা। পরীক্ষার্থীর দাবি উত্তরপত্রে অন্তত তেরোটা বৈষম্য তিনি আবিষ্কার করেছেন।

মামলাকারী পড়ুয়ার দাবি, তিনি পঁচাত্তরটার মধ্যে আটান্নটা প্রশ্ন অ্যাটেম্পট করেছেন। 3 অগাস্ট প্রকাশিত রেসপন্স শিট অনুযায়ী, পড়ুয়ার প্রাপ্ত নম্বর 212। আবার 4 অগাস্ট প্রকাশিত রেসপন্স শিট অনুযায়ী সেটাই নেমে দাঁড়াচ্ছে মাত্র 168, যা তাঁকে পঞ্চাশ হাজার পড়ুয়ার পিছনের ব়্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছে।

আরও পড়ুন: ‘ইঞ্জিনিয়ারিং নিরাপদ কেরিয়ার নয়!’ সিভিল সার্ভিসে আসতে চান জয়েন্টের টপার

মামলাকারীর আবেদন, এই রেজাল্ট ঘোষণা স্থগিত রাখা হোক, কারণ এই ত্রুটি তাঁর ভবিষ্যত ও কেরিয়ারকে নষ্ট করে দিচ্ছে। আদালত রেজাল্টে স্থগিতাদেশ না দিলেও, চার সপ্তাহের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।

তবে ত্রুটির অভিযোগ এই প্রথম নয়। 2022 সালের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় বারবার প্রশ্ন উঠেছে।এর আগে পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু প্রতিবাদ সত্ত্বেও পরীক্ষা ঠিক সময়েই হয়েছে। বহু পরীক্ষার্থীর অভিযোগ ছিল যে তাঁরা কখনও অগ্নিপথ-বিক্ষোভ, কখনও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয়বার পরীক্ষার দাবিও তোলেন তাঁরা। প্রসঙ্গত, গতবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্বপ্নের উড়ানে মুম্বইয়ের ওজস
লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল