অ্যাপশহর

বিপিন রাওয়াতকে নিয়ে কুমন্তব্য! হাজতবাস শিক্ষিকার

কপ্টার দুর্ঘটনায় প্রয়াত ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াতকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেওয়ায় গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীরের এক শিক্ষিকাকে।

EiSamay.Com 21 Dec 2021, 2:02 pm
CDS Bipin Rawat: গত ৮ ডিসেম্বর তামিল নাড়ুর নীলগিরি পর্বতে ভেঙ্গে পড়ে ভারতের সেনা সর্বাধিনায়ক, জেনারেল বিপিন রাওয়াতের Mi-17 V5 হেলিকপ্টার। এই দুর্ঘটনায় মৃত্যু হয় রাওয়াত সহ আরও ১২ জনের। এর মধ্যে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। পরে হাসপাতালে প্রাণ হারান এই দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং। রাওয়াতের মৃত্যুর পর, তাঁকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন জম্মু ও কাশ্মীরের হাজি পাবলিক স্কুলের একজন শিক্ষক সাবাহ হাজি। পরবর্তীতে জামিন পেলেও, তাঁর এই কাজের জন্য তাঁকে তাঁর স্কুলের চাকরি থেকে বরখাস্ত করল স্কুল কর্তিপক্ষ।
EiSamay.Com General Bipin Rawat
প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত (ফাইল ফটো)


২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা একজন কাশ্মীরিকে জিপের সামনে বেঁধে হিউম্যান শিল্ড তৈরি করে। এই ঘটনায় সঙ্গে জড়িত অফিসার ও জওয়ানদের সমর্থন করে তীব্র সমালচনার মুখে পড়েন তৎকালীন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এই ঘটনার জেরেই জেনারেল রাওয়াতকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেন তিনি।

তাঁর, এই বক্তব্যের পরেই হাজি পাবলিক স্কুলের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে সাবাহ হাজির এই বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখে স্কুল। বলা হয় যে স্কুলের সঙ্গে তাঁর কার্জকাল শেষ হয়ে গিয়েছে এবং স্কুলের সঙ্গে তাঁর কোনও রকমের সম্পর্ক নেই বলে দাবি করে স্কুল কর্তিপক্ষ।

জেনারেল রাওয়াতের মৃত্যুর পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন হাজি। এই পোস্টে রাওয়াতকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেন হাজি। নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট।

লড়াই শেষ, কপ্টার দুর্ঘটনায় প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং
তাঁর গ্রেফতারির দাবিতে সরব হন নেটিজেনরা। এছাড়াও, কাশ্মীরের ডোডা জেলায় অবস্থিত হাজি পাবলিক স্কুল বন্ধেরও দাবি জানাতে থাকেন তাঁরা। পুলিশের কাছে দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই গেফতার করা হয় ৩৯ বছর বয়সী এই শিক্ষিকাকে। পরে, ব্যক্তিগত জামিনে মুক্তি পান তিনি। বিষয়টির গুরুত্ব যাচাই করে ডোডা জেলার এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু করেছেন হাজির বিরুদ্ধে।

রাজধানীর আকবর রোড এবার বিপিন রাওয়াতের নামে?
এছাড়াও, হাজি পাবলিক স্কুলের রেজিস্ট্রেশন বাতিলের দাবিও জানানো হয় স্কুল শিক্ষা দফতরের কাছে। এরপরই হাজি পাবলিক স্কুলের তরফে জারি করা হয় বিজ্ঞপ্তি। এক দশক আগে, কাশ্মীরে ফিরে এই স্কুলের প্রতিষ্ঠা করেন হাজি ও তাঁর পরিবার।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল