অ্যাপশহর

Indian Institute of Science: আত্মহত্যা রুখতে পড়ুয়াদের ঘর থেকে ফ্যান খোলার নির্দেশ!

এছাড়াও, পড়ুয়াদের ছাদে যাওয়া ও সরু ব্যালকনির মধ্যে প্রবেশ করাও নিষিদ্ধ করা হয়েছে দেশের এই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের তরফে। IISc কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের শুরু হয়েছে জোর সমালোচনা।

EiSamay.Com 17 Dec 2021, 10:17 am
Indian Institute of Science, Bengaluru: শিক্ষা প্রতিষ্ঠানে সুইসাইড রুখতে এক আজব পন্থা গ্রহণ করল বেঙ্গালুরুর Indian Institute of Science। পড়ুয়াদের হস্টেলের ঘর থেকে খুলে নেওয়া হল সিলিং ফ্যান। বদলে দেওয়ালে লাগানো ফ্যান দেওয়া হল প্রতিটি পড়ুয়ার ঘরে। এছাড়াও, পড়ুয়াদের ছাদে যাওয়া ও সরু ব্যালকনির মধ্যে প্রবেশ করাও নিষিদ্ধ করা হয়েছে দেশের এই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের তরফে।
EiSamay.Com IISC
ফাইল ফটো


তবে, হঠাৎ করে কেন এই পদক্ষেপ? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, এই বছর, ক্যাম্পাসের মধ্যে মোট চারজন পড়ুয়া আত্মহত্যা করেছেন। গত ২০২০ সালে, এই সংখ্যাটা ছিল দুই। আগামী ১৫ দিনের মধ্যে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলা হবে বলে জানা গেছে।

পড়ুয়াদের মানসিক সুস্থতার বিষয়টিতে নজর রাখার জন্য একটি মেন্টাল ওয়েলনেস সেন্টার রয়েছে IISc বেঙ্গালুরুতে। তবে, পড়ুয়াদের অভিযোগ, তা কোনও কাজে লাগে না। পড়ুয়ারা যাতে পড়াশোনার চাপে ভেঙ্গে না পড়েন, বা মানসিক অবসাদের কারণে যাতে ভুল কোনও পদক্ষেপ গ্রহণ না করে, সেই কারণেই তৈরি করা হয় এই সেন্টারটি। কিন্তু এই সেন্টারটি থেকে যে কার্যত কোনও লাভই হয়নি তা গত এক বছরের আত্মহত্যার পরিসংখ্যানেই স্পষ্ট। এই সেন্টারটিকে উন্নত করার পরিবর্তে, IISc কর্তৃপক্ষের এহেন পদক্ষেপে কার্যত হতবাক পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।

IISc-র মতো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের এহেন পদক্ষেপ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

বাধত্যমূলক ভাবে গীতাপাঠ করাবে এই রাজ্যের সরকার
সম্প্রতি, শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে এই বিষয়ে একটি সমীক্ষা করা হয় বলে জানা গেছে। তাতে, ৮৮ শতাংশ পড়ুয়ারই মত, সিলিং ফ্যানের বদলে দেওয়ালে লাগানো ফ্যান দিয়ে আত্মহত্যার সংখ্যা কমানো যাবে না। এছাড়াও, ৯০ শতাংশ পড়ুয়াই সিলিং ফ্যান বদলানোর বিপক্ষে ছিলেন বলেই জানা গেছে। শুধুমাত্র ৬ শতাংশ পড়ুয়া বলেন যে সিলিং ফ্যান হোক বা দেওয়ালে লাগানো ফ্যান, তাতে তাঁদের কিছু যায়-আসে না।

এ বার মাতৃত্বকালীন ছুটি পাবেন কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রীরাও
তবে, সুত্রের খবর, আগামীদিনে, এই মেন্টাল ওয়েলনেস সেন্টারটির কাজ আরও উন্নত করা প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল