অ্যাপশহর

ব্যাঙ্কিং-এর পরীক্ষায় বসতে চলেছেন? আজই রেজিস্টার করুন IIT মাদ্রাজের এই কোর্সে

'প্রিমিয়ার ব্যাঙ্কার' নামক এই কোর্সটির মাধ্যমে ব্যাঙ্কিং ও অর্থনৈতিক ক্ষেত্রের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা খুবি লাভবান হবেন বলেই দাবি করা হয়েছে IIT মাদ্রাজের তরফে। যে সকল পড়ুয়ারা এই কোর্সে অংশগ্রহণ করবেন, কোর্স শেষ হওয়ার পর, তাঁদের IIT মাদ্রাজের সেন্টার ফর কন্টিনুইং এডুকেশনের তরফে সার্টিফিকেটও প্রদান করা হবে।

EiSamay.Com 26 Feb 2022, 10:15 am
IIT Madras Course: আপনি কি ব্যাঙ্ক অতবা অর্থনৈতিক ক্ষেত্রে চাকরি করতে চান? তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। যে সকল পড়ুয়ারা ব্যাঙ্কিং অথবা অর্থনৈতিক ক্ষেত্রে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবার সেই সকল পড়ুয়াদের জন্য একটি অনলাইন কোর্সের ব্যবস্থা করেছে আইআইটি মাদ্রাজ। 'প্রিমিয়ার ব্যাঙ্কার' নামক এই কোর্সটির মাধ্যমে ব্যাঙ্কিং ও অর্থনৈতিক ক্ষেত্রের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা খুবি লাভবান হবেন বলেই দাবি করা হয়েছে IIT মাদ্রাজের তরফে।
EiSamay.Com IIT Madras News
প্রতীকী ছবি


IIT মাদ্রাজের ডিজিটাল স্কিলস অ্যাকাডেমির তরফে চালু করা হয়েছে এই নতুন কোর্সটি। InFact Pro নামক একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে চালু করা হয়েছে এই কোর্সটি। এই প্রিমিয়ার ব্যাঙ্কার নামক কোর্সটির সময়সীমা ৪ থেকে ৬ মাস। প্রায় ২৪০ ঘণ্টার উপর ট্রেনিং প্রদান করা হবে পরীক্ষার্থীদের। এই কোর্সের মডিউলে থাকছে কয়েকশ প্রশ্ন ও একাধিক অ্যাসাইনমেন্ট। এই প্রশ্নপত্র ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পড়ুয়াদের পরীক্ষার জন্য তৈরি করা হবে। যে সকল পড়ুয়ারা এই কোর্সে অংশগ্রহণ করবেন, কোর্স শেষ হওয়ার পর, তাঁদের IIT মাদ্রাজের সেন্টার ফর কন্টিনুইং এডুকেশনের তরফে সার্টিফিকেটও প্রদান করা হবে।

পাল্লা দেবে N95-কে! পৃথিবীর সবচেয়ে ছোট এয়ার পিউরিফায়ার এখন দিল্লি IIT-র হাতে
কারা করতে পারবেন আবেদন?
যে সকল প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করবেন, যে কোনও বিষয়ে ন্যূনতম স্নাতক হওয়া আবশ্যক। এছাড়াও, স্নাতকস্তরের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। যদি কোনও পড়ুয়ার ব্যাঙ্কিং অথবা অর্থনৈতিক সেক্টরে কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু তা আবশ্যক নয়।

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার বিদেশ, UAE-তে চালু হচ্ছে নতুন IIT
এই কোর্সের মাধ্যমে পড়ুয়াদের ব্যাঙ্কিং ও অর্থ, ডিজিটাল ব্যাঙ্কিং, মিউচুয়াল ফান্ডস, বাঙ্কিং অ্যান্ড ফাইন্যানশিয়াল টুলকিট সহ আরও বেশ কিছু বিষয় শেখানো হবে। এছাড়াও, বাঙ্কের কাজকর্মও শেখানো হবে পড়ুয়াদের। যে সকল পড়ুয়ারা এই কোর্সের জন্য তাঁদের আবেদন জমা করতে চান, তাঁরা IIT মাদ্রাজের ডিজিটাল স্কিলস অ্যাকাডেমির ওয়েবসাইট skillsacademy.iitm.ac.in-এ গিয়ে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল