অ্যাপশহর

পড়াশোনার চাপ সহ্য করে না পেরে আত্মহত্যা IIT খড়গপুরের পড়ুয়ার!

মধ্যপ্রদেশের ইন্দোরে, বাড়ির ব্যালকনি থেকে উদ্ধার হল ওই ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল থেকে একটি দুই পাতার সুইসাইড নোটও উদ্ধার করেছেন তদন্তকারী অফিসারেরা।

EiSamay.Com 23 Oct 2021, 12:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পড়াশোনার চাপ আর সহ্য হচ্ছিল না বছর 19-এর ছেলেটার। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল IIT খড়গপুরের সেই ছাত্র। মধ্যপ্রদেশের ইন্দোরে, বাড়ির ব্যালকনি থেকে উদ্ধার হল ওই ছাত্রের ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান, অবসাদগ্রস্ত হয়েই আত্মহননের পথ বেছে নিয়েছে ওই পড়ুয়া।
EiSamay.Com Student Suicide
প্রতীকী ছবি


ঘটনাস্থলে একটি দুই পাতার সুইসাইড নোটও উদ্ধার করেছেন তদন্তকারী অফিসারেরা। এই সুইসাইড নোটে তাঁর পড়াশোনার বিস্তারিত তথ্য, চাহিদা ও জীবনের প্রতি তাঁর হতাশার কথার উল্লেখ রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

এছাড়াও, এই চিঠিতে নিজের পরিবার সম্পর্কেও উল্লেখ করেছেন এই পড়ুয়া। নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মরত তাঁর বাবার সম্পর্কেও বেশ কিছু কথা লেখা রয়েছে ওই সুইসাইড নোটে। Covid-19 অতিমারীর কারণে বাড়ির থেকেই অনলাইন ক্লাস করছিল সেই পড়ুয়া। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে চূড়ান্ত অবসাদে ভুগছিলেন সেই পড়ুয়া। সেই কারণের এই রকমের একটি পদক্ষেপ নেন তিনি। খুব শীঘ্রই এই ঘটনাটির তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনা এই দেশের নতুন কিছু নয়। ইন্দোরের এই 19 বছর বয়সী পড়ুয়ার সুইসাইডের ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে আমির খান ও করিনা কাপুর অভিনীত '3 Idiots' সিনেমাটির কথা। সেখানে পড়ুয়াদের উপর পড়াশোনার অমানুষিক চাপের প্রসঙ্গটি তুলে ধরা হয়। সিনেমাটি মুক্তির পর কেটে গিয়েছে প্রায় 21 বছর। কিন্তু দেশে ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনা কমার কোনও চিহ্নই নেই। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, 2017-19-এর মধ্যে 14 থেকে 18 বছর বয়সী 24,000-এর বেশি পড়ুয়া আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। এর মধ্যে প্রধান কারণ, পরীক্ষায় অসফলতা ও তার জেরে হওয়া অবসাদ ও পরিবারের চাহিদা।

বিনামূল্যে অনলাইন কোর্স করাচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, জানুন আবেদন তথ্য
ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে, অবসাদ বা অন্য কোনও সমস্যার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের সাহায্য নিন। দয়া করে এই ধরণের কোনও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবেন না।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল